Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : ভিক্ষা পেতে হলেকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১৯ , ১০ , ২০২০
ভিক্ষা পেতে হলে--ভেক নেওয়া চাই চাই ;কারণ , ভেক ছাড়া ভিক্ষা মেলে না ।বউ পেতে বরবেশেই দাঁড়াত হয় গিয়ে--একছাতনা-তলায় ; তোমাকেও তেমনি আগে দাঁড়াতে হবে ব…


 কবিতা : ভিক্ষা পেতে হলে

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ১৯ , ১০ , ২০২০


ভিক্ষা পেতে হলে--ভেক নেওয়া চাই চাই ;

কারণ , ভেক ছাড়া ভিক্ষা মেলে না ।

বউ পেতে বরবেশেই দাঁড়াত হয় গিয়ে--এক

ছাতনা-তলায় ; তোমাকেও তেমনি আগে 

দাঁড়াতে হবে বড় একটা ছাতার নিচে । 

দেখবে , তুমুল বৃষ্টি হচ্ছে--তুমি ভিজছো না ,

রোদে যখন গায়ে সবার ফোস্কা পড়ছে , সবাই

আপাদমস্তক স্নান করছে ঘামে , তখনও

দেখবে--তার কণাটুকু আঁচও লাগছে না তোমার

গায়ে ; তোমার হাতে তখন আলাদীনের 

আশ্চর্য প্রদীপ ; তার মায়াকৌশলে 

যে করেই হোক , একবার বসো গিয়ে গদিতে ।


তখন লুট করো , বাটপারি করো--কেউ দেখবে না ;

পরিবর্তে জয়ধ্বনি পাবে , বহু হাততালি পাবে

মঞ্চে-সভায় ; গায়ে গঙ্গাজল লাগবে না মোটেই ।

খুন করো--পুলিশ ছুঁতে আসবে না ;

দিনটাকে রাত করো--রাতটাকে দিন করো ,

কেউ দেখতে আসবে না । পরিবর্তে দেখবে ,

মিনিবিড়ালগুলো অষ্টপ্রহর তোমার পায়ে

মাথা ঠুকছে ; ফেঁতি কুকুরগুলো দিনে তিনবেলা

তোমার পা চাটছে । তখন বিরোধীরাও কেউ 

তোমার ধারেপাশে ঘেঁষতে পারবে না ; তোমাকে তখন ঘিরে থাকবে তোমার রক্ষীবাহিনী । 

তুমি যতই কেন না জীবনের উল্টোরথের 

রশি ধরে টানো , দেখবে--কেউ কিচ্ছুটি বলছে না ; 

দিন গড়ায় যেমন--গড়াবে গড়গড়িয়ে । 


এরজন্যে--যেভাবেই হোক, ভোটব্যাঙ্কটা 

গরম রাখতেই হবে । প্রয়োজনে ভাত ছড়াতে হবে উঠোনময় ; দেখবে , উঠোনজুড়ে কাকের মেলা বসেছে । মনে রেখো , পথঘাটের ময়লা পরিষ্কার করাতে কাকেদের জুড়ি নাই ।


যদি শিক্ষার কথা বলো , তবে বলবো--শিক্ষার

কী প্রয়োজন ? রামযাত্রায় রামের মালা বিকোয় কি

শিক্ষা দিয়ে ? তেলপোড়া , জলপোড়া , ঝাড়ফুঁক ,

রাশিফল , ভাগ্য গণনা এবং মাদুলি-তাবিজের এমন রমরমা কারবার চলছে কি সব শিক্ষা দিয়ে ? 'করোনা'র মারি রুখতে এমন কাব্যজোড়া প্রার্থনা , প্রভু প্রভু রব , পুজোপাট , হোমযজ্ঞ , এবং

রোগ সারাতে পাঁঠা মানত ইত্যাদি ইত্যাদি কি

শিক্ষা দিয়ে চলছে ? ঘরের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দুর্গামঞ্চে মায়ের নামে জয়ধ্বনি , নাচানাচি 

চলছে কি শিক্ষা মেনে ? সুতরাং , শিক্ষা থাকলো , কি থাকলো না--তাতে কিছু যায় আসে না । 

তবে হ্যাঁ , মুখ আর মুখোশের তফাত যেন না থাকে , খুব খেয়াল রাখতে হবে ।


দোহাই তোমায় , মুখে যেন অমন--শ্রাবণের

মেঘ টেনে রেখো না ; মুখের মেঘান্ধকার 

ঢেকে রাখো দেঁতো হাসির ছটায় । দেখবে ,

কত সহজে তোমার বাঁকা মুখ , খাঁদা নাক , ট্যারা চোখ হাসতে হাসতে সোজা হয়ে গেছে । 

পথে নামলে , মুখটা তুলে হাঁটবে--যাতে তোমার শ্রীমুখে রবির ছটা দেখে মুগ্ধ হয় লোকে। এরসঙ্গে , আলাপচারিতায় ও বিনয়ভাবের নাটকেও 

পোক্ত হও ।


হাসিমুখে কুশল বিনিময় করো , গায়ে পড়ে 

ভাব জমাও , সাতপুরুষের খবর নাও , প্রয়োজনে খেত-খামার অবধি হেঁটে গিয়ে দেখা করো , যাতে শুধু দর্শনেই বিনাজলে চিড়ে ভেজে এবং কেবল কথাতেই অনেক কালের বরফও জল হয়ে যায় গলে । দেখবে , যারা এতকাল ধরে ফণা নাচিয়ছে , ফণা তাদের কত সহজে আপনা থেকেই 

লুটিয়ে গেছে মাটিতে ;

কব্জির জোর তোমায় আর দেখাতেই হলো না ।

-------------------------------------------------------------------