শিরোনাম:#অশনি_সঙ্কেত!(কাব্য নয়, একটি নির্মম সত্য!)কলমে: নিতাই মৃধা।তাং-১৯/১০/২০. বুঝতে পারছেন না অশনি সংকেত! দু-এক বছরের মধ্যেই ঘনিয়ে আসছে আর এক মহাবিপর্যয়! ভূগর্ভস্থ জল- সঙ্কট!রাতে দিনে হাজার হাজার গ্যালন জল তুলে ফেলার বিষম …
শিরোনাম:#অশনি_সঙ্কেত!
(কাব্য নয়, একটি নির্মম সত্য!)
কলমে: নিতাই মৃধা।
তাং-১৯/১০/২০.
বুঝতে পারছেন না অশনি সংকেত!
দু-এক বছরের মধ্যেই ঘনিয়ে আসছে
আর এক মহাবিপর্যয়!
ভূগর্ভস্থ জল- সঙ্কট!
রাতে দিনে হাজার হাজার গ্যালন জল
তুলে ফেলার বিষম পরিণাম
ভুগতে হবে সবাইকে।
ভূগর্ভের জল প্রায় নিঃশব্দে নিশেষিত!!
জলের অপচয়, জলের দূষণ নিয়ে যাচ্ছে,
সেই ভয়ঙ্করের দিকে!
এক বোতল জল হয়তো মিলবে না লাখ
টাকা বিনময়েও।
এক ফোঁটা জলের জন্য
মরতে হবে হাহাকার করে -,
চাতকের মত চেয়ে থাকতে হবে
আকাশের দিকে!
জলই জীবন, জল-ই মরণ!
এখনো বন্ধ না হলে জলের অপচয়,
সামনে ঘনিয়ে আসছে মরণ!
স্থলে-জলে-অন্তরীক্ষে ক্ষমতা বিস্তার করে,
ধ্বংস করে *বনাঞ্চল,
*আলো-বতাসে ছড়িয়ে দূষণের হলাহল,
মানুষ নিজের বিপদ নিজেই আনে ডেকে !
নির্বোধ মানুষের অবস্থা ভস্মাসুরের মতন।
দেবতার বর পেয়ে ভস্মাসুর হয়
অসীম শক্তিশালী!
যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে,
শেষ পর্যন্ত নিজেই নিজের মাথায় হাত দিয়ে
ভস্ম হয়ে গিয়েছিল সে
মানুষ ও তেমনি নিজের তৈরি রাসায়নিক
অস্ত্রে নিজেই মরবে,ধ্বংস করবে সুন্দর
এ পৃথিবীকে।
ডেকে আনছে মহামারীর মত মহাবিপর্যয়!
তাই বলি,সাধু সাবধান!
বন্ধ করুন জলের অপচয় !