Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

এই পথেই জীবন ============২০/১০/২০#অজ্ঞাতরাস্তা যেমন নিজের বুকে খুব ডাকে,নতুন কাজের স্বপ্নে মন মেঘ আঁকেচোখ চলে যায় সবুজ ধানের মাঠ বেয়েতেপান্তরে কি আছে সেই সন্দেহে।
সামনে আসা সবকিছুই তো পেছন ধায়তবুও দেখি, দেখার যে আর ক্লান্তি নাই।শু…

 


এই পথেই জীবন 

============

২০/১০/২০

#অজ্ঞাত

রাস্তা যেমন নিজের বুকে খুব ডাকে,

নতুন কাজের স্বপ্নে মন মেঘ আঁকে

চোখ চলে যায় সবুজ ধানের মাঠ বেয়ে

তেপান্তরে কি আছে সেই সন্দেহে।


সামনে আসা সবকিছুই তো পেছন ধায়

তবুও দেখি, দেখার যে আর ক্লান্তি নাই।

শুরু করি প্রথম থেকে,ভাবনা হঠাৎ অন্তরায়,

মন বলে দেখ, কি আছে উপন্যাসের শেষ পাতায়।


বাউল, সে তার দু' তারেতে সুর তোলে

তীক্ষ্ণ গলায় মন উদাসীর কান খোলে।

তীব্র "স"- এ বৈষ্ণব গা'য় ভালোবাষা,

ভালোবাসি এই রাস্তা ধরে যাওয়া আসা।


#অজ্ঞাত__