#উপস্থিত_স্যার!!
#সায়ন্তিকা
ব্যস্ত জীবনে কবিতা লিখলে ছুটি পাওয়া যায়,তাই প্রত্যেকটা মানুষের ভেতরে একটা অহংকারী সত্ত্বা লুকিয়ে থাকে ۔۔۔পৃষ্ঠার পর পৃষ্ঠা ছিড়ে টুকরো টুকরো করেছিলো যে পুরুষ , তারও দায়িত্ব আছে আমাদের প্রতি !শব্দকোষের ওপ…
#উপস্থিত_স্যার!!
#সায়ন্তিকা
ব্যস্ত জীবনে কবিতা লিখলে ছুটি পাওয়া যায়,
তাই প্রত্যেকটা মানুষের ভেতরে একটা অহংকারী সত্ত্বা লুকিয়ে থাকে ۔۔۔
পৃষ্ঠার পর পৃষ্ঠা ছিড়ে টুকরো টুকরো করেছিলো যে পুরুষ ,
তারও দায়িত্ব আছে আমাদের প্রতি !
শব্দকোষের ওপরে দাঁড়িয়ে আমি দেখেছি ঘর ভর্তি রোদ্দুর
চারের সাথে দুই যোগ করতে মুখস্থ করেছি۔۔۔ আস্ত একটা ধারাপাত !
আর তোমরা মোমবাতির আগুন জ্বেলে মিছিলে পা মিলিয়েছো !
মনের রোগ সাড়াতে গিয়ে ধরা পড়েছে তোমাদের গভীরে লুকিয়ে থাকা পরকীয়ার ইচ্ছে ,
খসখসে ত্বকে বলিরেখার স্পষ্ট ছাপ বুঝিয়ে দেবে ۔۔۔আজ তুমি সফল হয়েছো কবিতা লিখতে !
আসলে ছুটি নিতে চাইলেই তো ছুটি মেলে না ,
তবু শীত আসার আগে নিয়ম করে তোমার অফিসের ক্লার্ক ছুটি নেয় ۔۔۔বাউল হবে বলে !
ভোরের এলার্মে জেগে ওঠা শরীর আদর পোহাতে চায় ,
কিন্তু ঠিক সেই সময় তোমার বাড়ির সদর দরজার বেল বাজিয়ে বাসি খবরগুলো পড়ে থাকে ۔۔۔۔
তুমি তাড়াতাড়ি উঠে তৈরী হয়ে নাও !
তারপর ,
লাঞ্চবক্সটা কাঁধে নিয়ে জিপিএস দেখো !
প্রেম চুলোয় যাক !
তোমরা তুমি তুমি খেলা করো মুঠোফোনে ,
আর তোমাদের পাড়ার বকাটে ছেলেটা সিগারেটে টান দিতে দিতে বলে ওঠে ۔۔۔۔
"উপস্থিত স্যার "!
তোমরা তখন কোনো ব্যস্ত অফিস টেবিলে তর্কে মশগুল ۔۔۔۔۔
"দাদা এবারে ভোটটা তাহলে কাকে দেবেন ?"