Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পরিচয় কথাছবি কর 
তোমাদের ওই শব্দভেদী প্রাঙ্গণ থেকে দূরে সরে গিয়ে হৃদয়ের নিবিড় আঙ্গিনায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম : আমি কে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র না অন্য কিছু ....কে আমি ? কোন উত্তর এলো না । 
হৃদয়ের গভীর অলিন্দের সুদূর প্রদেশে…

 



পরিচয় 

কথাছবি কর 


তোমাদের ওই শব্দভেদী প্রাঙ্গণ থেকে 

দূরে সরে গিয়ে 

হৃদয়ের নিবিড় আঙ্গিনায় দাঁড়িয়ে 

প্রশ্ন করেছিলাম : 

আমি কে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র না অন্য কিছু ....

কে আমি ? 

কোন উত্তর এলো না । 


হৃদয়ের গভীর অলিন্দের সুদূর প্রদেশে 

নিঃশব্দ ধ্যানময় জগতে 

আমি প্রশ্ন তুললাম : 

কে আমি ? হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ পার্সি নাকি ....

কে আমি ?  

কোন উত্তর এলো না । 


আরো শান্ত হয়ে নিশ্চুপ হলদে 

রহস্যময় স্পন্দনহীন শিখায় 

আবিষ্ট হয়ে উঠলো মন 

আবারও প্রশ্ন করলাম :

 ভগবান গড আল্লা কার সন্তান ....

কে আমি ? 

কোন উত্তর এলো না । 


একাকী আমি আজ নিঃসঙ্গ প্রাণ 

ভিখিরি হয়ে উত্তরের অপেক্ষায় 

জেগে থেকে প্রশ্ন করি : 

কে আমি ? পরিচয় কি আমার ..

উত্তর ভেসে এলো এবার 

তুমি মানুষ ...এ পৃথিবী তোমারও ॥


9:05 P.M