--------------# তুমি তো শিল্পী #-------------
তুমিতো শিল্পী তুমিই পারো অবিরাম নিবিড় পরিশ্রমে মৌনী পাথর খোদাই করে আমায় গড়তে...নিটোল অপরূপে। তুমিই পারো আমার ক্ষতবিক্ষত পাঁজরে নতুন করে রাঢ়ভূমির সম্পন্ন …
--------------# তুমি তো শিল্পী #-------------
তুমিতো শিল্পী
তুমিই পারো
অবিরাম নিবিড় পরিশ্রমে
মৌনী পাথর খোদাই করে
আমায় গড়তে...নিটোল অপরূপে।
তুমিই পারো
আমার ক্ষতবিক্ষত পাঁজরে নতুন করে
রাঢ়ভূমির সম্পন্ন মাটি দিতে।
তুমিতো শিল্পী
তোমার চেতনা
তোমার ভাবনা
জানি এক অনন্য,
তোমার নিভৃতের তুমিকে
আর ক'জনা সঠিক চেনে।
যাঁরা ভাগ্যবান
সুন্দরের পূজারী
হয়তো তাঁরা বোঝে।
জীবন অর্থে সৃষ্টি
অনাগত আগামী
প্রকৃতির আঁচল ঘেরা
আলো-বাতাসের মাখামাখি
কেবলই বৃষ্টি আর বৃষ্টি।
তুমিতো শিল্পী
তোমার তুলির টানে
রঙ কথা বলে অনুক্ষণ।
রাতের তারার আব্দারে
যখন তুমি আকাশের বিহ্বল
প্রতিমা আঁকো, সেখানে
রাতের চঞ্চলতা -
রাতের আবিলতা-
রাতের উৎকন্ঠা-
রাতের কান্না- কে
কেমন করে ধরো!
রাততো শুধু রাত নয়
নিরূপমা দিব্যাঙ্গনা।
--------// মণীন্দ্রনাথ বাগ //------প্রবাসে-------//----