Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আগমনীকলমে - রাধাকান্ত মুদিতারিখ - ১৭/১০/২০২০.............................................................হালকা হিমের পরশ লেগে     জুড়িয়েছে সবার মন প্রাণশরৎ মানেই পূজোর বাহার           বঙ্গবাসীর মন করে আনচান।।শস্য শ্যামলা ধরণী মাত…

 


আগমনী

কলমে - রাধাকান্ত মুদি

তারিখ - ১৭/১০/২০২০

.............................................................

হালকা হিমের পরশ লেগে

     জুড়িয়েছে সবার মন প্রাণ

শরৎ মানেই পূজোর বাহার

           বঙ্গবাসীর মন করে আনচান।।

শস্য শ্যামলা ধরণী মাতা,

   কাশফুলের বাহারে সেজেছে ধরাধাম

সুরভি ছড়িয়েছে শিউলি ফুল

         দেখিব এবার কলাবউ স্নান।।

 দশভূজা জগৎ জননী মাতা 

      আসিতেছেন আবার বাপের বাড়ি

চারিদিকে তাই সাজো সাজো রব

          সুর তুলেছে ঢাকির কাঠি।।

অসুর সংহারে মা দেখিয়েছেন

       তার রুদ্র মূর্তির সংহারক রূপ 

গর্জে ওঠো নারী ,ধরো মায়ের সেই রূপ

       করো এযুগের দুষ্টদেরকে সংহার।।

 আপন হাতে তুলে নাও

          নিজ সম্মান রক্ষার ভার

প্রার্থনা করো মায়ের কাছে

       যেনো নারী শক্তির হয় প্রসার।।