#আগমনীর বার্তা#কলমে - ইন্দিরা নাগ#তারিখ - ১৭।১০।৩০২০
মা গো এসো মা,জাগো মা,এই অরাজকতা দূর করো মা।তুমি দশপ্রহরণধারিণীতুমি মহিষাসুরমর্দিনী,অদ্বিতীয়া তুমি অনন্যা।তুমি সর্বশক্তিমান।তুমি অশুভশক্তি দূর করেশুভ শক্তি প্রদান করো মা।তুমি তো …
#আগমনীর বার্তা
#কলমে - ইন্দিরা নাগ
#তারিখ - ১৭।১০।৩০২০
মা গো এসো মা,
জাগো মা,
এই অরাজকতা দূর করো মা।
তুমি দশপ্রহরণধারিণী
তুমি মহিষাসুরমর্দিনী,
অদ্বিতীয়া তুমি অনন্যা।
তুমি সর্বশক্তিমান।
তুমি অশুভশক্তি দূর করে
শুভ শক্তি প্রদান করো মা।
তুমি তো অন্তর্যামী,
তুমি তো সর্বত্র বিরাজমান।
একমাত্র তুমিই পারো
ওলট পালট পৃথিবীকে মুক্ত করতে।
একমাত্র তুমিই পারো
সমস্ত দূষণ মুক্ত করে
পৃথিবীকে শান্ত করতে।
তুমি মা জগৎজননী,
তুমি মঙ্গলকারিনী।
তম গুনে তুমি মহাদুর্গা।
তবে কেন এত দ্বিধা!
তবে কেন এত বিলম্ব!
তুমি তো সকল দুঃখ দূর করো,
তবে কেন মা এত কান্না!
হাহাকার আজ দেশ জুড়ে?
অন্ধকার দূর করে
আলোয় ভরিয়ে দাও মা।
অশুভ শক্তি দূর করতে ধরাতলে
সবুজ পৃথিবীকে ফিরিয়ে দাও মা।।
তুমি এসে দেখিয়ে দাও মা
বুঝিয়ে দাও মা।
এসো মা জাগো মা জাগো।।