#অণুগল্প#ইউথ্যানাশিয়া✍#ঝিলিক_মুখার্জী_গোস্বামী
সুইসাইড ইজ নট এ ক্রাইম।
-"ইয়াদ হ্যায় না অভিক বেটা?"-"তেরা ডেডলাইন বহত জলদি হি আনে ওয়ালা হ্যায়।"
আজ ঠিক একবছর। এবার ব্যবস্থা করতেই হবে। অনেকদিন ধরে টেনা হেঁচড়া চলছে। …
#অণুগল্প
#ইউথ্যানাশিয়া
✍#ঝিলিক_মুখার্জী_গোস্বামী
সুইসাইড ইজ নট এ ক্রাইম।
-"ইয়াদ হ্যায় না অভিক বেটা?"
-"তেরা ডেডলাইন বহত জলদি হি আনে ওয়ালা হ্যায়।"
আজ ঠিক একবছর। এবার ব্যবস্থা করতেই হবে। অনেকদিন ধরে টেনা হেঁচড়া চলছে। ক্লেইম এর ডেট ও প্রায় সমুখে।
সংসারটা কদিন যাবত কঙ্কালসার রূপ নিয়েছে। অভিকের হঠাৎ পরিবর্তন স্বর্নালীর বোধগম্য হচ্ছে না। স্বামী-স্ত্রীর সম্পর্কে ভাটা পড়েছে। দৈনন্দিন চাহিদাপত্র পত্রপাঠ বিদায় নিয়েছে। এক ছাদের নীচে দু'টো শরীর। নির্বাক। ঘরের দেওয়াল, চেয়ার-টেবিল সাক্ষী হয়ে থেকেছে সম্পর্কের আকস্মিক প্যারালাইজডে।
মুঠোফোনে দশটা নম্বর ভেসে উঠতেই কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে অত্যধিক শীতল গলা....
-"ওমর ভাইজান। "
-"আর একটু সময় যদি...."
-"সবটা ক্লিয়ার করে দেব।"
-"প্রমিস।"
আই.টি সেক্টরের দম বন্ধ করা জীবনে হাঁফিয়ে উঠেছে অভিক। অফিস ফেরত ঠেকে না গেলে জীবনের প্রাণ বায়ু হাঁসফাঁস করতে থাকে। অভিকের মতে, রিলিফ। রিল্যাক্সড।
স্বর্নালীর জীবনে স্বর্নালী সন্ধ্যাদের বিষাদের সুর বেজেছে। ঘরময় ভরে থাকত জুঁই-গোলাপের সুবাসে। লিভিং জিনিসের সাথে নন লিভিং জিনেসেরও স্থান পরিবর্তন ঘটেছে। সারা ঘরে মাদকতা ময় গন্ধে স্বর্নালীর গা ঘিনঘিন করে ওঠে।
সময় থাকতে দেওয়ালে পিঠ ঠেকার আগেই ঘুরে দাঁড়িয়ে ওয়ার করতে হয়।
দেওয়ালের পরিবর্তে পাঁচতলার সিঁড়ি বেয়ে....
-"কি বুঝছেন ডক্টর?"
-"অ্যাক্টিভ ইউথ্যানাশিয়া?"
-"অ্যাগ্রেসিভ বড্ড!"
আত্মার সাথে শরীরের সম্পর্কে ছেদ হতে ক্ষণিক সময়ের ব্যবধান মাত্র।
প্যাসিভ ইউথ্যানাশিয়া।
সিরিঞ্জ ভর্তি ড্রাগ।
স্বর্নালীর শরীরের সাথে টি টুয়েন্টি খেলছে।
হার্ট-ব্রেন, অদৃশ্য যুদ্ধ।
স্বর্নালীর কানের কাছে ফিসফিসিয়ে...
-"ভালো মৃত্যু।"
অভিক, দুটো নম্বরে ডায়াল করে।
মুখের হাসিটা প্রশস্তি মাখা ক্রুরতায় ভরা।