Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#পাওয়ার_আশা_জাগে-- অরিন্দম ভট্টাচার্য্য
আমি পেয়েছি!!!আমি পেয়েছি....কি পেয়েছি জানতে চাইবে না? কি করে বলি বলোতো? আমি যে খুব ভুলোমনা। সব কিছু ভুলে বসে থাকি।তোমরা ভাবছো -- পেয়েছো যখন, তখন কি পেয়েছো নাইবা বললে! কার কাছ থেকে পেয়…


 #পাওয়ার_আশা_জাগে

-- অরিন্দম ভট্টাচার্য্য


আমি পেয়েছি!!!

আমি পেয়েছি....

কি পেয়েছি জানতে চাইবে না? কি করে বলি বলোতো? আমি যে খুব ভুলোমনা। সব কিছু ভুলে বসে থাকি।

তোমরা ভাবছো -- পেয়েছো যখন, তখন কি পেয়েছো নাইবা বললে! কার কাছ থেকে পেয়েছো, এটা নিশ্চয় বলতে পারবে ?

-- কেন? সব পাওয়াতেই কি কেউ না কেউ দেওয়ার থাকে? আমার নিজের জিনিষ‌ই কি আমি পেতে পারি না?

-- এরকম অদ্ভুত কথা তো কখনো শুনিনি বাবা। সেটা আবার হয় নাকি?

-- এইতো সেদিনকার কথা, ঘুমের ঘোরে অন্ধকারে আমি আমার মোবাইলটা খুব খুঁজছি। গেলো কোথায়? চারদিকে হাতড়াচ্ছি। কিন্তু কিছুতেই ওটা হাতে ঠেকছে না। তখন মনে হলো এই সময় যদি হাতের কাছে একটা টর্চ থাকতো, তাহলে খুব সুবিধা হতো, সহজেই মোবাইলটা পেয়ে যেতাম। যেমন ভাবা, তেমন কাজ। সঙ্গে সঙ্গে চারিদিকে টর্চ খুঁজতে লাগলাম হন্যে হয়ে। হঠাৎ হাতে কিছু একটা ঠেকলো। আমার মোবাইলটা। আমি অভ্যাসবশতঃ, ওর টর্চটা জ্বেলে, চারিদিকে ওটাকেই খুঁজতে লাগলাম।


আমাকে ঐ রকম পাগলের মতো খুঁজতে দেখে, গিন্নী জিজ্ঞেস করলো -- তুমি এইরকম করে কি খুঁজছো বলতো?


আমি খুব চিন্তিত মুখে ওর দিকে তাকিয়ে বললাম -- আমার মোবাইলটা কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না।


ও অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললো -- তোমার হাতে ওটা কি?


আমি সাথে সাথেই উত্তর দিলাম -- টর্চ!!!

তারপর ওটার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ নিজের কৃতকর্মের জন্য নিজেই হাসলাম।


কি আশ্চর্য! নিজের‌ই জিনিষ, নিজেই খুঁজছি। আবার খুঁজতে খুঁজতে যদি বা পেলাম, মনের ভুলে তার আলোতেই আবার তাকে খুঁজতে থাকলাম।সবটাই ভ্রম। না হলে নিজের জিনিষ, হাত বাড়ালেই যাকে পাওয়া যায়। তাকে আবার এতো খুঁজতে হয় নাকি!!!

একে ঘুমের ঘোর, তারপর অন্ধকার, তার‌ওপর ভুলোমনা মানুষ।


এই জ্ঞানটাও কি একধরনের পাওয়া নয়? অবশ্যই পাওয়া। আমরা মন্দির, মসজিদ, গির্জা, নদীর জল, পর্বতের গুহা ... কোথায় কোথায় না খুঁজছি তাঁকে। কখনো কখনো তো আবার তার‌ই জ্ঞানের আলোকে তাঁকেই খোঁজার চেষ্টা করছি। শুধু ভ্রমটাকে পাশে সরিয়ে রাখলেই যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়, সেখানে কেন এতো খোঁজাখুঁজি!!!

এ খোঁজ অনেকটা সেই নিজের গলায় হার পড়ে সারা দুনিয়া তোলপাড় করে তাকে খুঁজে ফেরার মতো। যাইহোক, যেভাবেই পাওয়া যাক, যে পেয়েছে সে জানে, পাওয়ার আনন্দ‌ কতটা। তাই মাঝে মাঝে ইচ্ছা করে -- 

নিজের‌ কন্ঠ হার, নিজেরই কন্ঠে ঝুলিয়ে,

হেথাহোথা খুঁজে ফিরি মনের ভুলে ।

বেলা শেষে কোনো এক শুভক্ষণে,

দর্পন সুমুখে বসে,

যখন দেখবো সে হার

দুলছে আমার‌ই কন্ঠে.......

আনন্দের সীমা থাকবে না আর।