Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# গল্প#স্বপ্নে _বোনা _ সাতদিন #কলমে-মনীষা পলমল19/10/20এই ব্যস্ততার সাংসারিক ঘেরাটোপ থেকে যদি চুরি করে নিতে পারি সাতটা দিন , , , , , তাহলে আমি চলে যাব আমার জঙ্গলমহলের রাঙামাটির পথ বেয়ে সেই সীমান্ত বাংলার জঙ্গল,ডুঙ্গরি,টিলা ঘেরা …


 # গল্প

#স্বপ্নে _বোনা _ সাতদিন 

#কলমে-মনীষা পলমল

19/10/20

এই ব্যস্ততার সাংসারিক ঘেরাটোপ থেকে যদি চুরি করে নিতে পারি সাতটা দিন , , , , , তাহলে আমি চলে যাব আমার জঙ্গলমহলের রাঙামাটির পথ বেয়ে সেই সীমান্ত বাংলার জঙ্গল,ডুঙ্গরি,টিলা ঘেরা মন ভাসির দেশে॥ শাল..মহুয়া,..পলাশ..শিমূলের জঙ্গল.....মাঝেবয়ে চলেছে ছোট্ট নদী ' রঙ্গিনি '' ....সবাই বলে ''রাঙা''নদী।ছোটো ছোটো ডুঙ্গরি টিলায় সারা অঞ্চল টা ভরেআছে॥ টিলা গুলো কোথাও বাদামী,ধুসর!টাড় চাট্টান ॥ কোথাও বা সবুজের মখমলে মোড়া । পূবে ঝাড়খণ্ড সীমান্তের দিকে ঘন জঙ্গল!দলমার দামাল রা আসে ও পথে। পশ্চিমে জঙ্গলপথে এক কিমি গেলেই ওড়িশা র গ্রাম ॥আকাশ পরিষ্কার থাকলে বাংরিপোসির পাহাড় শ্রেনী দেখা যায় ॥সভ্যতার আবিল ছোঁয়া নে ই এখানে ॥ প্রকৃতি এখন ও আদিম ॥এখানকার আদিবাসীরা বেশীর ভাগই লোধা,,শবর! কিছু সাঁওতাল ও আছে।বড় সরল ,সাধাসিধে এই মানুষ জন । এত আন্তরিক যে একবার এদের সাথে মিশলে সারা জীবনে আর ভোলা যাবে না ॥ সারা দিনে র কায়িক পরিশ্রমের পর সন্ধ্যে থেকেই চলে এ দের নাচ গানে র আসর !রূপোঝুরি জ্যোৎস্নায় ভেসে যায় জঙ্গলপাহাড়.....মাদলের দ্রিম দ্রিম বোল ,আড় বাঁশি,সারিন্দার মধুর তানে ভেসে যায় জঙ্গলপাহাড়॥আমি সাতদিন ওদের সাথে, ওদের মত ক‌রে স্বপ্নে র দিন কাটাবো।

''ঝুঝকি''বেলায় ঘুম থেকে উঠেই নদীযাব!স্নান সেরে ফেরার সময় জঙ্গল থেকে কাঠ,ধুনা , মেটেআলু,বুনো ফল নিয়েআসবো! ভাগ্য ভালো থাকলে বন মুরগীর ডিম ও পেতে পারি!ছোট্ট খেপলা জাল দিয়ে নদীতে মাছ ধরবো॥মাটির নি কোনো উনুনে , কাঠের জ্বালে,মাটির পাত্রে রান্না করবো॥কড়া , হাঁড়ি , খাপরি...সবই মাটির ,কাঠের খুন্তি॥নদীর চুনো মাছকেওদের মত মশলামাখিয়ে শাল পাতায় মুড়ে ''পাতপোড়া ' ' রান্না করবো! পাতিলেবুর রসের সাথে ওই পোড়া যেন অমৃত সমান ! লাল মোটাচালের ভাত ভীষণ মিষ্টি॥ দেশী মুরগী বা কুকড়া তো স্বাদের রাজা॥ t তেতুল ফুলের চাটনি করবো! শ্যাঁওয়া ঘাসের দানা ,যা শ্যাঁওয়াচাল বলে পরিচিত...তার পায়েস রাঁধবো! সবার সাথে ভাগ ক‌রে খাব! এই সরল ,সাধাসিধে ,মাটির কাছাকাছি জীবনে র স্বাদ নেবঅঞ্জলি ভরে!


ভালো লাগার আবেশভরেথাকবে মনে র মনি কোঠায়॥''বাবু'' এখানে মাস্টারমশাই এর খোলস ছেড়ে সেই তিরিশ বছর আগের মানুষ হয়ে যাবে....যার সাথে পাল্লা দিয়ে ট্রেকিং করেছি...মাছ ধরেছি॥যার গল্প শোনা র জন্য আমিসদাই উদগ্রীব॥রাতে খাওয়ার পর দাওয়ায় মাদুরপেতে বসবো.....হ্যারিকেন টার দম কমিয়ে রাখবো! ওর মুখে কলেজ,বিশ্ববিদ্যালয়ের গল্প শুন বো.... সোশ্যালওয়েল ফেয়ারের প্রজেকটে..মাদার টেরিজার ক‌থা॥

আস্তে আস্তে চাঁদ ঊঠবে শালগাছের ফাঁকে! দূর থেকে ভেসে আসবে মাদলের দ্রিম দ্রিম বোল .....সারিন্দার সুরের মায়ায় মোহ গ্রস্হ হবে চরাচর॥চুপ করে বসে থাকবো.....হাতটিধরে....ওই স্পর্শই স্বর হয়ে কথা বলবে.....বাতাসটা ফিস ফিস করে কত কিযে বলে যাবে .....!

আকাশে রাতচরা পাখির ডানা র শন শন সুনে চমকেউঠবো! দুরে জঙ্গলের আলোড়নে বুকেভয়ের চমক তুলবে...দলমার দামাল দের আগমন সুচিত করছে ওই শব্দ......কিছুক্ষণ পর সব স্বাভাবিক হবে...মোহিনীরাত মুখের ঘোমটা সরাবে ..ধীরে ধীরে॥দুজনে চুপ ক‌রে শুন বো রাতের কাহিনী॥ অনেক দূর থেকে হঠাৎ ভেসে আসবে ফেউ এর হাড় হীম করা ডাক ... ভয়ে ঘরে ঢুকে পড় বো॥ জানালা দিয়ে দেখার চেষ্টা করবো॥ আস্তে আস্তে ওই ডাকও থেমে যাবে দিগন্ত সীমায়....!বিছানা য় শুয়ে জানা লার ফাঁক দিয়ে চাঁদটাকে দেখবো......রুপোর থালারমতো...রুপোঝুরি জ্যোৎস্নায় টাড় জঙ্গল ভেসে যাচ্ছে....শেয়ালের যাম ঘোষনা য় চমকে উঠবো.....কখন যে চোখের পাতা বুজে যাবে.....

ঘুম ভাঙ্গবে অজশ্র পাখির কলতানে ....দোয়েল,শ্যামা,বেনে বউ,দুধরাজের সমবেত প্রভাতী বন্দনায়...!সকালে নদীতে স্নান সেরে জঙ্গলগড় শিবের মন্দিরেযাব....দশ কিমি পাকদন্ডী পথে...টিলার ওপর ভাঙা মন্দির ....ওখানথেকে বাংরিপোসির পাহাড় সুন্দর দেখাযায় ! চারপাশ সবুজ মখমলে মোড়া ॥ জানা ..অজানা পাখপাখালির ডাকে সরগরম প্রকৃতি॥মন অনাবিল প্রশান্তি তে ভরে গেল !

এই রামধনু রঙিনসাত দিন আমার মনে র মনি কোঠায় আতর মাখানো সুগন্ধি স্মৃতি হয়েই থাকবে...॥

#মনীষা