Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-পাক্ষিক-সেরা-লেখনী-সম্মাননা

আমার প্রিয়া~~~~~~~~রজত সরকারতারিখ ২৬/০৯/২০২০**********************চাঁদ তুই বড়ো দুষ্টু, মেঘের আড়াল থেকে -আমার প্রিয়ার বৃষ্টিসিক্ত শরীর চেয়ে দেখিস,আমিও উষ্ণ মনে ঐ দিকে চাইতে গিয়ে দেখিশরীর ভেদ করে আমি তার মনে মিশে গেছি।শ্বেত চন্দন…

 


আমার প্রিয়া

~~~~~~~~

রজত সরকার

তারিখ ২৬/০৯/২০২০

**********************

চাঁদ তুই বড়ো দুষ্টু, মেঘের আড়াল থেকে -

আমার প্রিয়ার বৃষ্টিসিক্ত শরীর চেয়ে দেখিস,

আমিও উষ্ণ মনে ঐ দিকে চাইতে গিয়ে দেখি

শরীর ভেদ করে আমি তার মনে মিশে গেছি।

শ্বেত চন্দন আর রজনীগন্ধার গন্ধে ভরা যখন

মাতোয়ারা তার মন, আমি হেরে গেছি কখন।

ঐ উষ্ণ কোমল মনের বুকে ক্লান্ত মাথা রেখে

ঘুমিয়ে পড়েছে মন আমার, প্রিয়ার আদর মেখে।

সেই গভীর ঘুমে স্বপ্ন দেখে মগ্ন আমার মন

আঁকতে চায় তার কম্পিত ঠোঁটে উষ্ণ চুম্বন

তখনই তার নিঃশ্বাসে আমার ঘোর কাটে

তার গভীর দুই চোখে হারিয়ে ফেলি তাকে।

আবার তাকে দেখতে পেলাম আমার আলিঙ্গনে,

থর থর ঐ দেহ যেন তার, কুন্ঠা ভরা মনে,

বয়সের ভারে দেহ তার আজ যেন দুর্বল ভারী

আমারও আজ কম্পিত হাত তবু তাকে ধরতে পারি।

সাদা চুলে মাথায় সিঁদুর, তাকিয়ে আমার পানে

বলতে যে চায় কতো কথা মিষ্টি মধুর গানে।

আমিও যে ক্ষীণ দৃষ্টি নিয়ে ভালোবাসায় আকুল

আমার প্রিয়ার প্রেম জ্যোৎস্না ভেঙেছে তার কূল।