Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-পাক্ষিক-সেরা-লেখনী-সম্মাননা

পাক্ষিক সেরা কবিতা প্রতিযোগিতা।বিভাগ - কবিতা।শিরোনাম - হিংস্রতা।কবি - অরিজিতা ঘোষ।তারিখ -৩০.০৯.২০২০.
আজ চোখের সামনে ভেসে উঠলো সেই একই ছবি।দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম হিংসার পুনরাবৃত্তি।রাস্তা ভাসলো লাল রক্তের স্রোতে।।একসময় যে হিংস…

 


পাক্ষিক সেরা কবিতা প্রতিযোগিতা।

বিভাগ - কবিতা।

শিরোনাম - হিংস্রতা।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ -৩০.০৯.২০২০.


আজ চোখের সামনে ভেসে উঠলো সেই একই ছবি।

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম হিংসার পুনরাবৃত্তি।

রাস্তা ভাসলো লাল রক্তের স্রোতে।।

একসময় যে হিংসাকে আটকাতে তৈরি হয়েছিল মানব বন্ধন।

আজ সেই হিংসাই হয়েছে মানুষ্যজাতির প্রধান চরিত্র।।

আগেকার দিনেও ছিল নির্যাতন,ছিল একে অপরকে খুন করার রাজনীতি।

কিন্তু আজ পাল্টেছে তার গঠনশৈলী।

হিংসা আজ প্রবেশ করেছে মানুষের মজ্জায়।।

আজ যেদিকেই তাকাই সেদিকেই শুধু  রক্তের হোলি খেলা।

ধর্মের নামে,জাতির নামে আজ সবাই ধরেছে হিংসার খড়্গ।

টুকরো টুকরো করে রক্তে ভাসাচ্ছে মানবতার পাঠ।।

আজ হিংসা পাল্টেছে তার চরিত্র,রূপ নিয়েছে অমানবিকতার।

অমানবিকাতার রূপে সে নির্যাতিত করছে দরিদ্র,অসহায় মানুষদের।

সন্তানের সামনে মাকে করছে লাঞ্ছিত,অপমানিত।।

তবু মিটছে না তার স্বাদ, ক্রমে ক্রমে সে বাড়াচ্ছে তার হিংসার রাজত্ব।।

এক সময় যে ঐক্য ছিল মানুষের মূল শক্তি,

আজ সেই শক্তি বশ্যতা স্বীকার করেছে লালসা রূপী হিংসা চরিত্রের কাছে।

নেই কোনো শান্তি,নেই একে অপরের পাশে থাকার অনুভব।

শুধুই আছে হিংসা,আর আছে হিংস্র মানুষের মুখ।।

-------------*-----------