Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-পাক্ষিক-সেরা-লেখনী-সম্মাননা

#পাক্ষিক সেরা প্রতিযোগিতা#বিষয়- উন্মুক্তকবিতা - সেতুকলমে - নূপুর রায়তারিখ - ২৬/০৯/২০
জীবনটা যেন এক বয়ে চলা নদী,বাবা-মার ভালোবাসা হয় নিরবধি।মাঝখানে সেতু হয়ে থাকে সন্তান,এইভাবে পৃথিবীতে গতি চলমান।
মা-বাবা দুটি মানুষ, দুটি তাদের মনসেত…

 


#পাক্ষিক সেরা প্রতিযোগিতা

#বিষয়- উন্মুক্ত

কবিতা - সেতু

কলমে - নূপুর রায়

তারিখ - ২৬/০৯/২০


জীবনটা যেন এক বয়ে চলা নদী,

বাবা-মার ভালোবাসা হয় নিরবধি।

মাঝখানে সেতু হয়ে থাকে সন্তান,

এইভাবে পৃথিবীতে গতি চলমান।


মা-বাবা দুটি মানুষ, দুটি তাদের মন

সেতুর দিকে তাকিয়ে থাকে সর্বক্ষণ।

দুইপাড় ভরে যায় জোয়ারের জলে

সেতু তখন দাঁড়িয়ে,আছি আমি!বলে।


বয়ে চলা নদীতে কতো কিছু ভাসে

দুই পাড়ের মানুষের কিবা যায় আসে!

সেতুর মাঝে থেকে মানুষ শুধু হাসে

বয়ে চলা বাতাসেতে মুক্তির স্বাদ আসে।


আমার-তোমার পরিশ্রমে তৈরী হয় সেতু

মজবুত গঠন হলে ভাঙেনা কোনো ঋতু।

সেতু  ছাড়া নিঃস্ব হয়  নদীর  দুই পাড়

সন্তান বিনা শূন্য হয় বাবা মায়ের  ঘর।


স্বপ্ন আর আশায় ঘিরে সন্তান হয় বড়ো

সংযোগ করতে দৃঢ় মজবুত সেতু গড়ো।

উজাড় করা ভালোবাসায় তৈরী হয় সেতু

সযত্নে সুরক্ষায় লালন করাই মোদের হেতু।