Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-পাক্ষিক-সেরা-লেখনী-সম্মাননা

#পাক্ষিক সেরা প্রতিযোগিতা#বিষয়-উন্মুক্ত#শিরোনাম-'বিদ্যাসাগর'#কলমে-ব্রততী রায়চৌধুরীতারিখ-২৬/০৯/২০২০
নারী যখন অবহেলিত প্রগতির দ্বার বন্ধ,অত্যাচারিত শোষক রূপে সমাজ ছিল অন্ধ।কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল বঙ্গভূমি,পরিত্রাতা রূ…

 


#পাক্ষিক সেরা প্রতিযোগিতা

#বিষয়-উন্মুক্ত

#শিরোনাম-'বিদ্যাসাগর'

#কলমে-ব্রততী রায়চৌধুরী

তারিখ-২৬/০৯/২০২০


নারী যখন অবহেলিত প্রগতির দ্বার বন্ধ,

অত্যাচারিত শোষক রূপে সমাজ ছিল অন্ধ।

কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল বঙ্গভূমি,

পরিত্রাতা রূপে আবির্ভাব হলে বিদ্যাসাগর তুমি।

পান্ডিত্বের অধিকারী আধুনিক গদ্যের জন্মদাতা,

এমন সন্তান ধারণ করে ধন্য হলেন বঙ্গমাতা। সমাজের নানা কুপ্রথার বলি অকাল বিধবা কন্যে,

তোমার হৃদয় ব্যথিত হয়েছিল নিপীড়িতা দের জন্যে।

তাদের দুঃখ উন্মোচনে তোমার সিদ্ধ তরবারি,

বিধবাদের কষ্ট নিরসনে আইন করেছিলে জারি।

কম অপমান সইতে হয়নি তবুও ছাড়ো নি হাল,

প্রজ্জলিত দন্ডায়মান তেজস্বীর মশাল।

মেয়েদেরকে শিক্ষিত করার বুঝেছিলে প্রয়োজন,

দিকে দিকে বিদ্যালয় স্থাপনের করেছিলে আয়োজন।

কঠিন কঠোর ব্যক্তিত্বের সাথে কোমলের মেল বন্ধনে,

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে গরীব, দুঃখী, দীন জনে।

বর্ণের সাথে পরিচয় করাতে সৃষ্টি করলে 'বর্ণপরিচয়',

আজও অবিস্মরণীয় তোমার লেখা 'কথামালা'ও 'বোধোদয়'।

তোমার অবদান অনস্বীকার্য সমাজ গড়ার কারিগর,

স্বরণীয় ও বরণীয় রবে বাঙালীর মনে জীবনভর।