Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক রাজবাড়ির আম্রকুঞ্জে "রঙ্গন পার্বণ" উৎসব: তরুণ প্রজন্মের ভাবনা ও ঐতিহ্যের মেলবন্ধন

অরুণ কুমার সাউ,তমলুক : তমলুক রাজবাড়ির আম্রকুঞ্জে শুরু হয়েছে নাট্যদল রঙ্গন-এর আয়োজনে তিন দিনব্যাপী "রঙ্গন পার্বণ"। গত ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই কার্নিভাল উৎসব।এবারের রঙ্গন পার্বণের মূল ফোকাস …


অরুণ কুমার সাউ,তমলুক : তমলুক রাজবাড়ির আম্রকুঞ্জে শুরু হয়েছে নাট্যদল রঙ্গন-এর আয়োজনে তিন দিনব্যাপী "রঙ্গন পার্বণ"। গত ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই কার্নিভাল উৎসব।এবারের রঙ্গন পার্বণের মূল ফোকাস বা থিম হলো 'ইয়ুথ'। এক ঝাঁক তরুণ প্রজন্ম একদম ফ্রেশ চিন্তাভাবনা নিয়ে থিয়েটারকে এক নতুন আঙ্গিকে হাজির করছে। জীবনের ছবি, বিদ্রোহের আগুন, সমাজ বদলের কথা, ব্যক্তি মানুষের সংকট অথবা শুধুই নির্মল আনন্দ—সবকিছু মিলেমিশে এই উৎসব। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে যৌবনের জয়গান করাই এই পার্বণের উদ্দেশ্য। তাই ৪২-এর ভারত ছাড়ো আন্দোলন থেকে লীলা মজুমদারের মজার গল্প, সত্যজিৎ রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর—বিচিত্র ভাবনা স্থান করে নিয়েছে এবারের নাট্য উৎসবে।এই কার্নিভালে শুধু থিয়েটারই নয়, থাকছে মাইম, ভেন্ট্রিলোকুইজম, ফোক গান, লাইভ পেইন্টিং, কবিতা, গল্পপাঠ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ১৩ ও ১৪ ডিসেম্বর সকালে "আর্ট ক্যাম্প"। এই ক্যাম্পে বিভিন্ন চিত্রশিল্পী ও ভাস্করদের লাইভ পেইন্টিং ও আর্ট ইন্সটলেশন দর্শকদের মুগ্ধ করবে। প্রকৃতির মাঝে আয়োজিত এই তিন দিনের উৎসবে পারফর্ম করছেন একঝাঁক নবীন স্থানীয় প্রতিভাবান তরুণ-তরুণী।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী চন্দন বৈতালিক এবং কলকাতা থিয়েটারের নাট্য ব্যক্তিত্ব তমাল মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান চঞ্চল কুমার খাঁড়া, কাউন্সিলর কানাইলাল দাস, কাউন্সিলর গৌতম পাল, কাউন্সিলর সৌমেন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রথম দিনের আকর্ষণীয় পরিবেশনা (১২ই ডিসেম্বর, শুক্রবার) সন্ধ্যায় সংশপ্তক হলদিয়া-র নাটক "ভগিনী সেনা" দিয়ে উৎসব শুরু হয়। প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিল বোস ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস-এর নিবেদন, শুভজিত বন্দোপাধ্যায়ের সিনোগ্রাফি, রাহুল বোস-এর নির্মাণে, সৌমেন চক্রবর্তী অভিনীত নাটক "নাইট মিরর ২"। একজন সফল মানুষের বা অভিনেতার খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় নিজের ফেলে আসা পথের দিকে ফিরে তাকানোর সংকটই ছিল এই নাটকের মূল বিষয়বস্তু।

১৩ই ডিসেম্বর, শনিবার, সন্ধ্যায় স্বপ্নচারী নাটকের দল, রাহুল দাস-এর নির্দেশনায় পরিবেশন করে লীলা মজুমদারের মজার গল্প অবলম্বনে নাটক "নতুন ছেলে নটবর"। নটবরের ভূমিকায় অভিনয় করেন ওয়েব সিরিজ ও সিনেমার পরিচিত মুখ পূষণ দাশগুপ্ত।এরপর মঞ্চস্থ হয় চিত্তপট বাউড়িয়ার নাটক "পিংকি", যা দর্শকদের বাস্তবের মুখোমুখি দাঁড় করায়।১৪ ডিসেম্বর শেষ দিন থাকছে কালজয়ী কাহিনীর এক বর্ণময় পরিবেশনা। উপেন্দ্রকিশোরের রচনা আর সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি "গুপী গাইন বাঘা বাইন" - নতুন করে ফিরে আসছে থিয়েটার উইংস-এর প্রযোজনা "ও গানওলা" নাটকে। আধুনিক সময়ের পরিপ্রেক্ষিতে এক ভিন্ন আঙ্গিকে এই রূপক উপস্থাপিত হবে। নারকেলডাঙা স্বপ্নিল প্রযোজনা - "অমলের চিঠি" দিয়ে। এটি রবীন্দ্রনাথের 'ডাকঘর' অনুপ্রাণিত একটি ভিন্নধর্মী ইন্টারপ্রিটেশন।