Page Nav

HIDE

Post/Page

May 22, 2025

Weather Location

Breaking News:

শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির সদস্য পদ খারিজের দাবির অভিযোগ

শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার সদস্য পদ খারিজের দাবি তুললেন ঐ সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন।অভিযোগে বলা হয়েছে, সভাপতি নিজের ঠিকাদারি সংস্থা ডি এস এন্টার প্রাইজ কে দিয়ে রমরমিয়ে ঠিকাদারি করছে। যা পঞ্চায়…

 


শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার সদস্য পদ খারিজের দাবি তুললেন ঐ সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন।

অভিযোগে বলা হয়েছে, সভাপতি নিজের ঠিকাদারি সংস্থা ডি এস এন্টার প্রাইজ কে দিয়ে রমরমিয়ে ঠিকাদারি করছে। যা পঞ্চায়েত আইনের সম্পূর্নই বিরোধী। এবং কোলাঘাট থার্মল পাওয়ার প্ল্যান্ট থেকে ১০০০ গাড়ি স্টোন বোল্ডার ব্লক এলাকায় রাস্তা সংস্কারের জন্য নিয়ে কোন কাজই করেনি ।

।নিজের ঠিকাদারি সংস্থা ডি এস এন্টার প্রাইজের মাধ্যমে ১০০০ গাড়ি বোল্ডার আত্মসাত করেছে।

সরকারি পদে থেকে  ক্ষমতার অপব্যাবহার করে  অনৈতিক কাজ ।এমনটাই দাবি।

তাই মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত দপ্তরের  অতিরিক্ত সচিবের কাছে  সভাপতির সদস্য পদ খারিজের আবেদন করা হল বলে জানান খাদ্য কর্মাধ্যক্ষ।