Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর মুখে হাওড়া- দিঘা স্পেশাল ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটকরা

পুজোর মুখে হাওড়া- দিঘা স্পেশাল ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটকরা। আশায় বুক বাঁধছে হোটেল মালিকরা।গত ২৩শে মার্চ থেকে করণা আতঙ্কে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে গোটা ভারত বর্ষ জুড়ে। তারপর ছ'মাস কেটে গিয়েছে। রাজ্য সরকারের ছাড…

 


পুজোর মুখে হাওড়া- দিঘা স্পেশাল ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটকরা। আশায় বুক বাঁধছে হোটেল মালিকরা।

গত ২৩শে মার্চ থেকে করণা আতঙ্কে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে গোটা ভারত বর্ষ জুড়ে। তারপর ছ'মাস কেটে গিয়েছে। রাজ্য সরকারের ছাড়পত্র পাওয়ার পর জুলাই মাস থেকে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের আসা-যাওয়া শুরু হয়েছে। পর্যটকদের একটা বড় অংশও প্রাইভেট গাড়ি ও বাইকে দীঘা বেড়াতে যাচ্ছেন। এস বি এস টি সি বাস চলছে। তাতেও পর্যটকদের একটা অংশ যাতায়াত করছেন।

 কিন্তু দীঘা গামী পর্যটকদের অধিকাংশ রেলপথে যাতায়াত করায় পছন্দ করেন। ট্রেন চলাচল শুরু না হওয়ায় পর্যটকদের অনেকেই ইচ্ছে থাকলেও দীঘায় আসতে পারেননি।এই অবস্থায় দীঘা গামী স্পেশাল ট্রেন চালুর দাবিতে গত ৯ অক্টোবর দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্সের পক্ষ থেকে দীঘা টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বুধবার রেলমন্ত্রক ১৯৬ জোড়া উৎসব স্পেশাল ট্রেন ঘোষণা করে। তার মধ্যে রয়েছে হাওড়া দিঘা স্পেশাল ট্রেনও। শুক্রবার হাওড়া দিঘা স্পেশাল ট্রেন গুটিকয়েক পর্যটকদের নিয়ে দীঘা পৌঁছায়।

 ট্রেন চালু হওয়ায় স্বভাবতই খুশি পর্যটকরা। পুজোর কটা দিন সমুদ্র সৈকত দীঘায় পর্যটকদের আনাগোনা যে বাড়বে, তা বলাই যায়।