Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডাক্তার নেতা নির্মল মাঝি করোনা নিয়ে হাসপাতালে ভর্তি

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।তৃনমূলের চিকিৎক নেতা নির্মল মাঝিও করোনা আক্রান্ত হলেন।তার করোনা পরীক্ষা রিপোর্টে পজিটিভ আসে।তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।< div dir="auto" style="font-family: sans-serif; fon…

ডাঃ নির্মল মাঝি। ছবি-- সংগৃহীত


 তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

তৃনমূলের চিকিৎক নেতা নির্মল মাঝিও করোনা আক্রান্ত হলেন।তার করোনা পরীক্ষা রিপোর্টে পজিটিভ আসে।তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

< div dir="auto" style="font-family: sans-serif; font-size: 12.8px;">এসএস কে এম হাসপাতালে কুকুরের ডায়েলিসিস এর ঘটনা নিয়ে তখনই তাঁকে রাজ্য বাসী চেনেন।বর্তমানে তিনি তৃনমূলের নানা পদে আছেন।
তিনি মন্ত্রী ও এখন। রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি শনিবার রাতে মেডিকেল কলেজে ভর্তি হন স্পেশাল কেয়ার ইউনিটে । কিছু দিন আগেও তিনি এই হাসপাতালে ভর্তি থাকেন।সেবার তাঁর শারীরিক অন্য কারন ছিল।এবার তিনি করোনাক্রান্ত ।
তার জ্বর তো আছেই।সঙ্গে রয়েছে শ্বাসকষ্ট  বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
একে একে রাজনৈতিক নেতা মন্ত্রী দের করোনার খবর রোজ দিন ই শোনা যাচ্ছে ।