অভিনেত্রী জুন মালিয়া আজ মহানবমীর পুজো দেখতে মহিষাদল রাজ বাড়িতে এলেন।মহিষাদল রাজ বাড়ির পুজো বললে ভুল হবে।কারন তিনিও এই পরিবারের।তাই করোনা আবহকে প্রায় অগ্রাহ্য করেই তাঁর এই মহিষাদল আসা।নিজ মুখেই বললেন শিকড়ের টান।মাঝেমধ্যেই চলে আসে…
অভিনেত্রী জুন মালিয়া আজ মহানবমীর পুজো দেখতে মহিষাদল রাজ বাড়িতে এলেন।মহিষাদল
রাজ বাড়ির পুজো বললে ভুল হবে।কারন তিনিও এই পরিবারের।তাই করোনা আবহকে প্রায় অগ্রাহ্য করেই তাঁর এই মহিষাদল আসা।নিজ মুখেই বললেন শিকড়ের টান।মাঝেমধ্যেই চলে আসেন।ছেলে বেলার নানা স্মৃতি জড়িয়ে আছে তাঁর এই রাজ পরিবার কেই কেন্দ্র করে।
দুশো ছেচল্লিশ বৎসরে পড়লো মহিষাদল রাজ বাড়ির পুজো।সমস্ত রকম বিধিনিষেধ মেনেই এখানে চলছে পূজা অর্চনা ।
জুন মালিয়ার আজকের উপস্থিতি সেই পুজোর অন্যতম আকর্ষণ ।জুন মালিয়াও ঘুরে ঘুরে স্মৃতির টানে ফিরে গেলেন মেয়ে বেলার দিন গুলিতে ।
জুন মালিয়া একা আসেন নি।পুজো দেখতে সঙ্গে এনেছেন ছেলে, মেয়ে ও মাকে।
জুন মালিয়ার উপস্থিতিতে রাজ বাড়িতে জাঁকজমক ।
তরুন চট্টোপাধ্যায় ।