তরুন চট্টোপাধ্যায় , কলকাতাবর্ষীয়ান অভিনেতা ও বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছেন।কদিন আগে থেকেই তাঁর শরীরে জ্বর ছিল।…
তরুন চট্টোপাধ্যায় , কলকাতা
বর্ষীয়ান অভিনেতা ও বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছেন।কদিন আগে থেকেই তাঁর শরীরে জ্বর ছিল।সোমবার অভিনেতার বাড়ি থেকে নার্সিং হোমে সিট বুক করা হয়।মঙ্গলবার সকালে শোনা গিসলো তিনি হাসপাতালে আসছেন না।কিন্তু তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।সকাল দশটা নাগাদ তিনি নার্সিং হোমে ভর্তি হন।এখন তিনি কদিন ডাক্তার দের পরযবেক্ষনে থাকবেন।নানা পরীক্ষা নিরীক্ষা হবে।এদিকে অভিনেতার করোনা আক্রান্তের খবরে সমগ্র ভক্ত কুলের মধ্যে চিন্তা ছড়িয়ে পড়ে।বিশেষ করে তাঁর বয়সের কথা মনে রেখে চিকিত্সায় সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে।ডাক্তার দের টিম অভিনেতার সমস্ত রকম খুটিনাটি পরীক্ষা করে দেখছেন।এখন অবস্থা স্হিতিশীল আছে।জ্বর এখনো রয়েছে শরীরে।
অভিনেতার বয়স এখন 85 বছর।তবুও তিনি এই বয়সেও টলিউড মাতিয়ে রেখেছেন।করোনা আবহে কিছুদিন টালিগঞ্জে স্যুটিং বন্ধ থাকলেও তা আবার শুরু হয়েছে।পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিক অভিযানের কাজ করছিলেন।সেই কাজ সম্প্রতি শেষ ও করেছেন।এছাড়া সম্প্রতি এক মিউজিক রিয়েলিটির শো তে তিনি হাজির ছিলেন বিশেষ অতিথি হিসাবে ।অবশ্য তিনি যে খুব একটা সুস্থ ছিলেন তা নয়।
দীর্ঘ দিন ধরে তাঁর সিওপিডির সমস্যা ছিল।গত বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন তাঁকে নার্সিং হোমে কাটাতে হয়েছিল।
টলি পাড়াতে করোনার থাবা অবশ্য নতূন কোন খবর নয়।কিছুদিন আগে অভিনেত্রী কোয়েল মল্লিক করোনা আক্রান্ত হন।কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও করোনার শিকার হন।কোয়েলের স্বামী নিসপাল সিংহ ও মা দীপা মল্লিকের ও করোনা রিপোর্টটি পজিটিভ আসে।পরিচালক রাজ চক্রবর্তী ও করোনার হাত থেকে রেহাই পাননি।তিনিও করোনা আক্রান্ত হন।ছোট পর্দার এক ঝাঁক তারকাও এই ভাইরাসের কবলে পড়েন।
তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স ডাক্তার দের ভাবনায় এখন।এছাড়া তাঁর শ্বাস কষ্ট ও আছে।এছাড়া অন্যান্য রোগের উপসর্গ ও রয়েছে। তাই চিকিত্সকদের মধ্যে এই বয়সজনিত কারন উদ্বেগ সৃষ্টি করছে।
আপাতত কদিন অভিনেতা কে সর্বক্ষণের জন্য সতর্ক ভাবে নজরে রাখা হবে।সঙ্গে সঙ্গে করোনা ও জ্বর কমানোর জন্য ওষুধ ও দেওয়া হবে।এরপর পর্যায়ক্রমে নানা চিকিৎসা চলবে বলে নার্সিং হোম সূত্রে জানা গেছে।
পরিস্থিতি খতিয়ে দেখে নার্সিং হোম করতৃপক্ষের পক্ষে আপাতত তিন সদস্যের এক বোর্ড তৈরি করা হয়েছে ডাক্তার দের নিয়ে ।মেডিকেল টিমের প্রধান হলেন ডাক্তার অরিন্দম কর।
এদিকে বর্ষীয়ান অভিনেতার অসুস্থতা কে ঘিরে টালিগঞ্জ পাড়াতে শোকের ছবি।সকলেই চাইছেন প্রবাদপ্রতিম এই অভিনেতার দ্রুত করোনা মুক্তি ।
তিনি যেন সুস্থ হয়ে অতি শীঘ্রই আবার সেটে ফিরে আসেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শুশ্রূষা কামনায় এখন সমগ্র দেশ।