Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে গান্ধী জয়ন্তী পালন

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও বিদ্যাসাগর জন্ম দ্বিশতবর্ষ কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালন।নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : যৌথ উদ্যোগে পালিত হলো গান্ধী জন্মজয়ন্তী।শুক্রবার সকালে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম মেদিনীপুর জ…

 


বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও বিদ্যাসাগর জন্ম দ্বিশতবর্ষ কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালন।

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : যৌথ উদ্যোগে পালিত হলো গান্ধী জন্মজয়ন্তী।শুক্রবার সকালে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম দ্বিশতবার্ষিকী উদপাপণ কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে পালিত হলো গান্ধী জন্মজয়ন্তী।

 এই উপলক্ষ্যে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে গান্ধী মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন তাপস সিনহা। তিনি দিনটির গুরুত্ব সংক্ষিপ্ত আকারে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এদিনের কর্মসূচিতে তাপস সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য্য, বিপদতারণ ঘোষ, অশোক ঘোষ, পাপিয়া চৌধুরী, বাবুলাল শাসমল, মানস বিদ্যা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।