Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে কেবল ও ব্রডব্যান্ড অপারেটদের আলোচনা সভা.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বর্তমান সময়ে নিজেদের পেশাগত নানা সমস্যা নিয়ে আলোচনায় বসলেন কেবল ও ব্রডব্যান্ড অপারেটরা। শুক্রবার অল বেঙ্গল কেবল এন্ড ব্রডব্যান্ড অপারেটরস ইউনাইটেড ফোরাম এর পক্ষ থেকে কেবল টিভি ও ব্রডব্যান্ড পরিষেব…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বর্তমান সময়ে নিজেদের পেশাগত নানা সমস্যা নিয়ে আলোচনায় বসলেন কেবল ও ব্রডব্যান্ড অপারেটরা। শুক্রবার অল বেঙ্গল কেবল এন্ড ব্রডব্যান্ড অপারেটরস ইউনাইটেড ফোরাম এর পক্ষ থেকে কেবল টিভি ও ব্রডব্যান্ড পরিষেবার নানান সমস্যা নিয়ে এক আলোচনা সভা হলো মেদিনীপুর শহরের ফেডারেশন হল।

এদিন এই আলোচনা সভায় বর্তমান সময়ে কেবল টিভি ও ব্রডব্যান্ড ব্যবসাতে যে সমস্ত প্রতিকূলতার সৃষ্টি হয়েছে তা নিয়েই মূলতঃ  আলোচনা হয়।সভায় বক্তব্য রাখেন বাবলু চ্যাটার্জী, ভোলা সিং, বাবুল বিশ্বাস, সঞ্জয় চৌধুরী অভি রায়, বাপি দাশ, চন্দ্র নাথ পায়েন, অরুন চৌধুরী, শক্তি মাসান্ত, জয়ন্ত মন্ডল, পবিত্র হাজরা,সুরাজ গুরুং,শেখার মজুমদার প্রমুখ।এই সভায় কলকাতা থেকে ফোরাম এর কয়েকজন প্রতিনিধি ছাড়া ও মেদিনীপুর, খড়গপুর. ঘাটাল, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা রোড ও অনন্যা জায়গার কেবল অপারেটররা উপস্থিত ছিলেন।