Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রোয়িং বাঁধের সঙ্গে ট্রলারের ধাক্কায় নিখোঁজ একজন মৃত

দীঘা মোহনার পৃথ্বীরাজ পড়্যার মা মহামায়া ট্রলার গভীর সমুদ্রে মৎস্য শিকারের চার দিন পর গতকাল মঙ্গলবার রাতে ফিরে আসার সময় দীঘা মোহনার কাছে থাকা গ্রোয়িং বাধেঁর কাছে সজোরে ধাক্কা দিয়ে পাশে থাকা সিগন্যাল টাওয়ার ভেঙে উল্টে যায়। ট…

 



দীঘা মোহনার পৃথ্বীরাজ পড়্যার মা মহামায়া ট্রলার গভীর সমুদ্রে মৎস্য শিকারের চার দিন পর গতকাল মঙ্গলবার রাতে ফিরে আসার সময় দীঘা মোহনার কাছে থাকা গ্রোয়িং বাধেঁর কাছে সজোরে ধাক্কা দিয়ে পাশে থাকা সিগন্যাল টাওয়ার ভেঙে উল্টে যায়। ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীদের মধ্যে ৮ জন পাড়ে সাঁতার কেটে উঠে আসেন কিন্তু ট্রলারের মাঝি খেজুরিথানার বজবজিয়া গ্রামের বাসিন্দা গৌরহরি ঋষি ৫২ নিখোঁজ হন ।



 বহু রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে ও কোনো খোঁজ পাওয়া যায়নি, আজ সকালে শঙ্করপুর মৎস্য বন্দর লাগোয়া খালের ধারে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে মান্দার মনি থানার পুলিশ। তবে ডুবে যাওয়া ট্রলার টি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। স্থানীয় মৎস্যজীবীরা ক্ষোভের মুখে জানান দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার জন্য বারবার এমন দূর্ঘটনা ঘটছে।