আজ প্রকাশিত হলো ইতিহাসবিদ ড. প্রদ্যোত কুমার মাইতি মহাশয় এর লেখা মূল্যবান গ্রন্থ, "বঙ্গ ভঙ্গ প্রতিরোধ আন্দোলন ও অবিভক্ত মেদিনীপুর " নামক মূল্যবান গ্রন্থ। গ্রন্থ টি স্বাধীনতা আন্দোলন পর্বে আমাদের জেলার মূল্যবান সংযোজোন.। …
আজ প্রকাশিত হলো ইতিহাসবিদ ড. প্রদ্যোত কুমার মাইতি মহাশয় এর লেখা মূল্যবান গ্রন্থ, "বঙ্গ ভঙ্গ প্রতিরোধ আন্দোলন ও অবিভক্ত মেদিনীপুর " নামক মূল্যবান গ্রন্থ। গ্রন্থ টি স্বাধীনতা আন্দোলন পর্বে আমাদের জেলার মূল্যবান সংযোজোন.। বইটি আগামী প্রজন্মে র কাছে গ্রহণ যোগ্য। বইটি প্রকাশ করেছে সঞ্চিতা পুস্তকালয় বড়বাজার তমলুক থেকে.। বইটি এর মূল্য 100টাকা ধার্য হয়েছে।
ড. মাইতি বইটি সম্পর্কে বলেন, বহুদিন এর স্বপ্ন আজ পূর্ণ হলো. 2005সালের 28 অক্টোবর আমার লেখা একটি বৃহৎ প্রবন্ধ আমার বন্ধুবর প্রয়াত ইন্দুভূষণ অধিকারী তার পূর্বাদ্রি পত্রিকা তে প্রকাশ করে ছিলেন.। আজকে বই আকা রে তা প্রকাশ পেলো। স্বাভাবিক ভাব এ আমি খুব খুশি।
"প্রচ্ছদ শিল্পী জয়দীপ পণ্ডা বলেন, এই মহামূল্য বান গ্রন্থ টির প্রচ্ছদ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্য বান মনে করছি। গ্রন্থটি পড়ে ইতিহাস এর ছাত্র ছাত্রী সহ সাধারণ পাঠক উপকৃত হবে বলে আমার বিশ্বাস। এরূপ বই প্রকাশ করে আমাদের জেলার ইতিহাস আরো সমৃদ্ধ হলো।
বিশিষ্ট শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, এরূপ বই যত লেখা হবে ততো আমাদের জেলার ইতিহাস আরো সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস। বইটির বহুল প্রচার আমি কামনা করি।