Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর আগে করোনা প্রকোপ অব্যাহত দুই মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা, তমলুক: বাড়তে থাকা সংক্রমণর জেরে এবার দুই মেদিনীপুরে মোট করোন আক্রান্তের সংখ্যাটা ২৫ হাজার ছুঁই ছুঁই পরিস্থিতি। এদিকে আবার লাগাতার সেঞ্চুরি ডাবল সেঞ্চুরির পাশাপাশি একদিনে দুই মেদিনীপুরে করোন আক্রান্তে মোট ছয় বা…

 


নিজস্ব সংবাদদাতা, তমলুক: বাড়তে থাকা সংক্রমণর জেরে এবার দুই মেদিনীপুরে মোট করোন আক্রান্তের সংখ্যাটা ২৫ হাজার ছুঁই ছুঁই পরিস্থিতি। এদিকে আবার লাগাতার সেঞ্চুরি ডাবল সেঞ্চুরির পাশাপাশি একদিনে দুই মেদিনীপুরে করোন আক্রান্তে মোট ছয় বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। আর এতেই পুজোর মুখে আনন্দটা অনেকটাই ফিকে পরিস্থিতি।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৭৮০জন। অর্থাৎ এক দিনেই জেলায় ১১৭ জন সংক্রামিত হয়েছেন। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬৯জনের সংক্রমণ ঘটেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যাটা ১১৬০৬জন। ফলে দুই মেদিনীপুরে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজারের দোরগোড়ায়।

এক্ষেত্রে অবশ্য আশার আলো বলতে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই দুই মেদিনীপুর জেলায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রায় ২১হাজার করোনা জয়ী। তবে উল্টো দিকে আবার মৃত্যুর সংখ্যাটাও দুই মেদিনীপুরে বেড়েই চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবার রাত পর্যন্ত ছিল ১৬২। এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও একই ভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৮০জন। অর্থাৎ বিগত ২৪ঘন্টায় নতুন করে দুই জেলায় ৩জন করে বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। এদিকে জেলার পাশাপাশি তমলুক পৌরসভা এলাকাতেও আক্রান্তের সংখ্যাটা ক্রমশই বাড়তে বাড়তে প্রায় সাড়ে তিন শতাধিক ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।

 অন্যদিকে অ্যাক্টিভ রোগীর সংখ্যাটাও মেদিনীপুরে যথাক্রমে ১২৩২ এবং ১১৭১জন।