Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোতে আরো ছয় হাজার আঙুল উঠলো যুবরাজ অভিষেকের দিকে

তরুন চট্টোপাধ্যায়করোনা পরিস্থিতিতে পুজো কমিটি গুলিকে টাকা দেওয়ায় মহামান্য আদালত বলেছেন এই টাকা দিয়ে স্যানিটাইজার ও মাস্ক দিতে হবে পুজা কমিটি গুলিকে।কিন্তু দর্শনার্থীদের প্রবেশ নিষেধ । তাই এই মাস্ক কাকে দেবেন।যদিও রায় 50000 হাজার …

 


তরুন চট্টোপাধ্যায়

করোনা পরিস্থিতিতে পুজো কমিটি গুলিকে টাকা দেওয়ায় মহামান্য আদালত বলেছেন এই টাকা দিয়ে স্যানিটাইজার ও মাস্ক দিতে হবে পুজা কমিটি গুলিকে।কিন্তু দর্শনার্থীদের প্রবেশ নিষেধ । তাই এই মাস্ক কাকে দেবেন।যদিও রায় 50000 হাজার টাকার শতকরা 70 ভাগ খরচ করতে হবে এই উদ্দেশ্যেই। বাস্তব পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে।আমার চোখে পড়েনি কোন মন্ডপ থেকে স্যানিটাইজার ও মাস্ক বিলি হচ্ছে ।তবে হতে পারে।রায় যখন হাই কোর্টের ।

এদিকে জানা গেছে তৃনমূলের যুব নেতা অভিষেক বন্দোপাধ্যায় পুজো কমিটি গুলোকে আরো ছয় হাজার করে টাকা দিয়েছেন। আর এটি দিয়েছেন তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে।

খবরের সত্যতা যদিও এখনো জানা যায়নি । তবে ইতিমধ্যেই এই নিয়ে বিরোধী শিবির মাঠে নেমে পড়েছেন। এই টাকা তার সরকারী ফান্ড থেকে না দলীয় ফান্ড থেকে তাও এখন পরিস্কার নয়।

যুবরাজ অভিষেককে নিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবির জানতে চাইছেন কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন এই ধরনের ঘটনা ঘটবে।

রাজনীতিতে সবই সম্ভব । বললেন তৃনমূলের এক নেতা।