Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার পুজোয় বৃষ্টিতে ভাসবে বঙ্গ , সমুদ্র উপকূলে বিশেষ সতর্কতা জারি

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।এবার পুজো তে বাংলা বৃষ্টিতে ভাসতে পারে।এই পূর্বাভাস আগেই ছিল।কিন্তু সেই সন্দেহ ক্রমশই সত্যি হতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ক্রমশই শক্তি বাড়াচ্ছে ।যদিও অভিমুখ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে। তবে ত…

 




তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

এবার পুজো তে বাংলা বৃষ্টিতে ভাসতে পারে।এই পূর্বাভাস আগেই ছিল।কিন্তু সেই সন্দেহ ক্রমশই সত্যি হতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ক্রমশই শক্তি বাড়াচ্ছে ।যদিও অভিমুখ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে। তবে তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে সরে যেতে পারে।
আর এর প্রভাবে দুই মেদিনীপুর চব্বিশ পরগনা সহ বঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২২- ২৪ শে অক্টোবর পর্যন্ত দীঘার উপকূলে বৃষ্টিপাত ও সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমুদ্রে মৎস্য শিকার ও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন। বুধবার সন্ধ্যে থেকে দীঘা সমুদ্র উপকূলে দীঘা থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয় পর্যটকদের।



একে তো মহামান্য কোর্টের নির্দেশে প্যান্ডেলে ভিড় আটকাতে নানা ব্যবস্থা নিয়েছে আদালত।প্রশাসন ও একযোগে তা পালন করতে আসরে।
করোনা সংক্রমণের রাশ আলগা করতেই এই সব ব্যবস্থা ।এর সঙ্গে বৃষ্টি নামলে সঙ্গী হবে ছাতা।
মানুষ পথে হয়তো অনেকেই নামবেন না সংক্রমণের ভয়ে।এর সঙ্গে বৃষ্টি এলে সোনায় সোহাগা ।
বিশে বিষ।এবারের দুর্গা পুজো নানা ভাবে এক অন্য মাত্রা এনে দিয়েছে ।
বরুন দেবের আবির্ভাব এলে পথ ঘাট জল থই থই।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিললো বলে।
ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে সতর্কতা জারি করা হয়েছে। পুজো কয়দিন মান্দারমনি, শংকরপুর, দীঘায় পর্যটকদের ভিড় বেশি। ওই সময় সমুদ্রে জলোচ্ছ্বাস হবে, কাছাকাছি না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।