ইয়ে জ্বল কেয়া রাহা হ্যাঁয়?মৈত্রেয়ী সিংহরায়০১.১০.২০২০
কে পুড়ছে মধ্যরাতেবেটিকার জিভ কেটে নিলবেটিরকার স্পাইনাল কর্ড বাঁকিয়ে দিলবেটিরকার সারা শরীরে কালশিটে দাগবেটিরকার ঘাড় নুয়ে পড়লবেটিরকার মাংস সুস্বাদুবেটিরকার অঙ্গে সিফিলিসবেটিরকার …
ইয়ে জ্বল কেয়া রাহা হ্যাঁয়?
মৈত্রেয়ী সিংহরায়
০১.১০.২০২০
কে পুড়ছে মধ্যরাতে
বেটি
কার জিভ কেটে নিল
বেটির
কার স্পাইনাল কর্ড বাঁকিয়ে দিল
বেটির
কার সারা শরীরে কালশিটে দাগ
বেটির
কার ঘাড় নুয়ে পড়ল
বেটির
কার মাংস সুস্বাদু
বেটির
কার অঙ্গে সিফিলিস
বেটির
কার পিঠে চাবুকের সোহাগ
বেটির
কার বাহুতে জ্বলন্ত সিগারেট
বেটির
উপাদেয় ভোগের সামগ্রী
বেটি
দু'পায়ে শিকল
বেটির
মুখে রং
বেটির
মৃত্যুর পরও বিক্রি হয়
বেটি
দাম পঁচিশ লক্ষ টাকা, একটা বাড়ি,
একটা চাকরি,
জ্বলন্ত চিতা ফেলে, অন্ধকার গলি ফেলে, তীব্র আর্তনাদ ফেলে, অনন্ত হাহাকার ফেলে হুইসেল বাজাতে বাজাতে চলে যায়
রাষ্ট্রের ভাষণ.....
বেটি বাঁচাও বেটি পড়াও......
ইয়ে জ্বল কেয়া রাহা হ্যাঁয়?
বেটি বেটি বেটি বে ........টি,
ফিরবে না জেনেও মেয়ের কাঁথা- কাপড়
ভাদ্দরের রোদে দিচ্ছেন অবুঝ মা,
মোমবাতি হাতে দাঁড়িয়ে বোবা
আমি আমি আমি ,.......
আমি মনুষ্যত্ব, আমি বিবেক, আমি আইন
আমি গণতন্ত্র, আমি ভারতবর্ষ