মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে মণ্ডপের সামনে নো এন্ট্রি' বোর্ড। সপ্তমীর সন্ধ্যায় তমলুক শহরে প্রতিমা দর্শনে দর্শনার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাসপ্তমী রাতে প্রতিমা দর্শন এ বেরিয়েছে বেশকিছু দর্শনার্থী। তবে বিগত …
মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে মণ্ডপের সামনে নো এন্ট্রি' বোর্ড। সপ্তমীর সন্ধ্যায় তমলুক শহরে প্রতিমা দর্শনে দর্শনার্থীরা।
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাসপ্তমী রাতে প্রতিমা দর্শন এ বেরিয়েছে বেশকিছু দর্শনার্থী। তবে বিগত বছরগুলোর মতো সপ্তমীর রাতে যেভাবে দর্শনার্থীদের ভিড় হয়, সেই ভাবে ভিড় চোখে পড়লো না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে প্রতিটি পুজো কমিটি মণ্ডপে ঢোকার আগেই নো এন্ট্রি' বোর্ড লাগিয়েছে। ফলে অনেকটা দূর থেকেই ঠাকুর দর্শন করতে হচ্ছে দর্শনার্থীদের। এবং মণ্ডপের সামনে মাক্স এবং সেনিটাইজার নিয়ে বসে থাকতে দেখা যায় ক্লাব সদস্যদের।যেসব দর্শনার্থীদের মুখে মাক্স নেই তাদের হাতে মাক্স তুলে দেওয়া হয় এবং হাতে সেনিটাইজার দেওয়া হয়। অষ্টমী এবং নবমীতে কতটা ভিড় হয় সেটাই এখন দেখার বিষয়।