নিজস্ব সংবাদদাতা, তমলুক: ক্রমাগত করোনা সংক্রমণ রোধে এবং রাজ্যের পরিবহনমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় এবার তমলুকে হোম যজ্ঞ করে শান্তি কামনা করল প্রতিবন্ধীরা। বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে কৃষ্ণ মন্দিরে …
নিজস্ব সংবাদদাতা, তমলুক: ক্রমাগত করোনা সংক্রমণ রোধে এবং রাজ্যের পরিবহনমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় এবার তমলুকে হোম যজ্ঞ করে শান্তি কামনা করল প্রতিবন্ধীরা। বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে কৃষ্ণ মন্দিরে এই পূজা হোম যজ্ঞের আয়োজন করা হয়। যেখানে তমলুক, নন্দকুমার, নন্দীগ্রাম, ময়না, চন্ডিপুর, মহিষাদল সহ জেলার প্রায় বিভিন্ন এলাকা থেকে এই মঙ্গল যজ্ঞের সামিল হন দিব্যাঙ্গ জনেরা। সকাল থেকেই একেবারে নীতি নিষ্ঠা সহকারে পুজো, আরতী, মন্ত্র পাঠ করে মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পাশাপাশি সমবেতভাবে জগতের মঙ্গল কামনা করেন দিবাঙ্গরা।
এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় আবারও গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত পর্যন্ত মোট ১২৯জনের মৃত্যুর পাশাপাশি বিগত ২৪ঘন্টায় আরো ১১৬ জনের নতুন করে সংক্রমণ ঘটেছে। ফলে জেলার মোট করোনাণা আক্রান্তের সংখ্যা এখন ১০৭৪৮ জন।
অপরদিকে জেলার সদর শহর তমলুক পৌরসভা এলাকায় এই করোনা সংক্রোমনের সংখ্যা আড়াই শতাধিক ছাড়িয়ে ২৬৭। করোনা আক্রান্ত হয়েছেন খোদ তাম্রলিপ্ত পৌরসভার এক মেডিকেল অফিসার। সেই সঙ্গে এযাবত তাম্রলিপ্ত পৌরসভায় মোট করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৭ জন। তবে আশার আলো বলতে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই অবশ্য করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পেরেছেন ৯৫৬৪জন করোনা জয়ি।
এ বিষয়ে জেলাশাসক পার্থ ঘোষ বলেন, পরিস্থিতির মোকাবিলায় সমস্ত রকমের প্রস্তুতি নেয়া হয়েছে।