নিজস্ব সংবাদদাতা, তমলুক: হারিয়ে যাওয়া এক মানসিক অবসাদগ্রস্ত মহিলাকে পরিবারের হাতে তুলে দিল রেল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় মেচেদা রেল স্টেশন এলাকার ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপ…
নিজস্ব সংবাদদাতা, তমলুক: হারিয়ে যাওয়া এক মানসিক অবসাদগ্রস্ত মহিলাকে পরিবারের হাতে তুলে দিল রেল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় মেচেদা রেল স্টেশন এলাকার ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর এলাকার বাসিন্দা তাপসী অধিকারী (৩৯)। মানসিক অবসাদের কারণে দীর্ঘদিন বাপের বাড়িতেই থাকতেন তিনি। এমন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর বাপের বাড়ি থেকেই হারিয়ে যান ওই মহিলা।
এরপরে দিন মেচেদা রেল স্টেশন এলাকায় ইতস্ততঃ ঘুরতে দেখে সন্দেহ হয় রেল সুরক্ষা বাহিনীর। এদিকে আগেই পরিবারের পক্ষ থেকে এই নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। স্বভাবতই অত্যন্ত তৎপরতার সঙ্গে মেয়েকে ফিরে পেয়ে অনেকটাই স্বস্তিতে পরিবারের লোকজনেরা। এদিন সন্ধ্যাতেই নিখোঁজ ঐ মহিলাকে পরিবারের হাতে তুলে দেয় রেল সুরক্ষা বাহিনী।