Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুঠির-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ কবিতাশিরোনামঃ উইপোকার রক্তকলমে-- তাপস সরদারতাং--৩০/০৯/২০
"উইপোকার দল" না দেখে বেঁধেছিল বাসা মস্ত বটবৃক্ষে ।সাইক্লোন নয়, দমকা হাওয়ায় প্রতিদিন বয়ে নিয়ে যায় !!ডানা , ঠ্যাং আর কণা কণা রক্ত ।
রক্ত গঙ্গায় করবো স্না…

 


বিভাগ কবিতা

শিরোনামঃ উইপোকার রক্ত

কলমে-- তাপস সরদার

তাং--৩০/০৯/২০


"উইপোকার দল" না দেখে বেঁধেছিল বাসা মস্ত বটবৃক্ষে ।

সাইক্লোন নয়, দমকা হাওয়ায় প্রতিদিন বয়ে নিয়ে যায় !!

ডানা , ঠ্যাং আর কণা কণা রক্ত ।


রক্ত গঙ্গায় করবো স্নান ,

খেলবো, ভাঙবো, মাখবো,

কার কি করার আছে!! ?

আমি মস্ত বটবৃক্ষ ।


আমার রক্তের গ্রুপ টা যে কিছুতেই খাপ খায় না ।

আমার রক্তে শুধু বিষ ।

ছুঁতে মাত্র সারা শরীর নীলা বর্ণে হবে পরিনত ।


আমার রক্তের বিষক্রিয়া হলেও!!!

ওরা কয় , এক ফোঁটা গঙ্গা জল ছিটবে , থাকবে না বিষের নাম মাত্র চিহ্ন ।

কেবল তৃপ্তি , আর তৃপ্তি !!! 


আমার রক্তের গ্রুপ টা এমন,

চরণ ধোওয়া ছাড়া আসে না কোন কাজে ।

তবে বিষক্রিয়া হবে সামনে ,

আমার রক্তের গ্রুপ টা যে উইপোকার রক্তে চিহ্নিত ।।