আত্মকথন ============(২৯/০৯/২০২০) - শুভজিৎ দাস দাঁ
মেঠো পথের স্তূপ ঘেঁটে খুঁজে পেলাম নিরহংকারী ঘাসফুল,তাদের নিয়ে কবিতা লিখতে বসতেই ছুটি নিলো শব্দেরা।
আমি কবি নই,কথা লিখি হৃৎপিণ্ডের…
আত্মকথন
============
(২৯/০৯/২০২০)
- শুভজিৎ দাস দাঁ
মেঠো পথের স্তূপ ঘেঁটে খুঁজে পেলাম নিরহংকারী ঘাসফুল,
তাদের নিয়ে কবিতা লিখতে বসতেই ছুটি নিলো শব্দেরা।
আমি কবি নই,
কথা লিখি হৃৎপিণ্ডের দুই অলিন্দের সঙ্গমস্থল থেকে উঠে আসা রক্তকলমে---
তারা কবিতা নয়,
মর্মব্যথা,
গাঢ় প্রলেপ দিয়ে যায় নিজস্ব স্মৃতিতর্পণে...
ভেসে থাকি শব্দ-সাগরে,
খোলা মাঠ, জলফড়িং-এর পাখার নীচে জেগে থাকি শতচ্ছিন্ন কাগজের মতো।
বর্ণের গভীরে প্রজাপতির ডুব-সাঁতার আমার স্পন্দনে অনুঘটক হয়ে আসে অহরহ,
বসে আছি একা,
ভাবছি কতটা মলিন হতে পারে আত্মকথন...
Copyright @ Subhajit Das Dan, Kolkata, India.
--------------------------------×---------------------------------