Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চতুর্দশপদী কবি তাম্বুল রাতুলের কবিতা গুচ্ছ

পূর্ব বঙ্গের কিশোর গঞ্জ জেলার বরপুত্র তাম্বুল রাতুল একজন তরুণ চতুর্দশপদীকবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে পেশায় তিনি একজন ঔষধবিদ।01711012610     
৷ ৷ স্পর্শাতাম্বুল রাতুল,গাজীপুর। ললিত ধরণীর হরিণী,তুমি …



পূর্ব বঙ্গের কিশোর গঞ্জ জেলার বরপুত্র তাম্বুল রাতুল একজন তরুণ চতুর্দশপদীকবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে পেশায় তিনি একজন ঔষধবিদ।

01711012610     


৷ ৷ স্পর্শা

তাম্বুল রাতুল,গাজীপুর। 

  

ললিত ধরণীর হরিণী,তুমি স্পর্শা

অনুপম মনোহরে,হাসিমুখ ভরে

আহা মাধুকরী ভাষা,দিলসুধা নিশা। 

হে বিধাতা,কাহা রুপে সৃজিলা তাহারে?

সদা ভাবিয়া অধমে,সর্বনাশা দশা

দুঃখী আমি,নিন্দ আমি বলিব কাহারে?

বহিয়া চলেছি শূন্য মনের ভান্ডারে। 

হিয়ায় ধরি আশা,রাখিব জীবদ্দশা।।


অজ্ঞ আমি,বিজ্ঞ তুমি, শাস্তি নরাধমে

অবিদিত রহি তব তোমারি কল্যাণে।

হিয়া ভরি প্রার্থনা করি,কুশল তোমার 

ইহলোকে যতদিন রহি,রম্য ধরাধামে

না রাখি শোক, অধমের মহাপ্রয়াণে

চিত্তপট আশীর্বাদ দিও বিদায়ে তাহার।।


সনেটের অন্ত্যমিলঃ কখকখকখখক ঘঙচ ঘঙচ

***************

সনেট-২

শিলীমুখ 

তাম্বুল রাতুল 


পরদিন,শুক্লপক্ষের পঞ্চমী তিথি

রিক্তহস্ত বচসার অজ্ঞতার রাতি।

রবিসম কাঞ্চনের সৌদামিনী বীথি

ব্যত্যয় ন্যায়ের পথে অন্যায়ের ইতি।

দক্ষিণ হস্তে যাহার শিলীমুখ নথি

কণ্ঠে তাহার দৃপ্ত প্রতিশ্রুতি। 

রক্তিম হাতে শিহরিত স্মৃতি-বিস্মৃতি

সবই দৈব নিয়তি,ওগো মার্ক-মথি।।


কার্তিক-গণেশ একজোট একদল

বাঁচি আর মরি,দিব পারাবার পাড়ি

নেই কোন শৃঙ্খল,বক্ষে বিস্ময় বল

ফিরব না বাড়ি,না মেরে ডাইনী বুড়ি

শেষ বল,ওরে খোদা,আর কত জল?

শেষ স্মৃতি,নীল শাড়ি ঘেড়া সেই বাড়ি।।


অন্ত্যমিলঃকখকখকখখক গঘগঘগঘ

*******************