Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ- কবিতা#শিরোনাম-“ মৃত্যুর রূপ “#কলমে- সূর্যকন্যা তপতী ( তপতী দাস )#তারিখ- ০৭/১১/২০২০5:13 PM"""""””””””””””””””””””””””””””””'মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ'রবি কবি, এ তোমার কথাআমি ভাবি , মৃত্যুর …

 


#বিভাগ- কবিতা

#শিরোনাম-“ মৃত্যুর রূপ “

#কলমে- সূর্যকন্যা তপতী ( তপতী দাস )

#তারিখ- ০৭/১১/২০২০

5:13 PM

"""""””””””””””””””””””””””””””””

'মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ'

রবি কবি, এ তোমার কথা

আমি ভাবি , মৃত্যুর রূপ ?

এ কি শুধু কবির কল্পনা ?

কেউ বলে মৃত্যু ভয়ংকর

কেউ বলে মৃত্যু বেদনার

কেউ বলে মৃত্যু শান্তির

কেউ বলে মৃত্যু হীম শীতল

বুকের ভিতর জমা কান্না

আর কালো অন্ধকার

অন্ধকার চলে যায় আলোর আঘাতে

কিন্তু মৃত্যু যাকে নিয়ে যায় আপনার সাথে

ফেরেনা তো সে কোন দিন জীবনের স্রোতে

মৃত্যুর রূপ তাই মনে হয়

বুক ভরা ব্যাথা আর বিচ্ছেদের ভয়--।

""""""""""""""""""""""""""""""""""

সূর্যকন্যা তপতী

(Manhatan-18/2/2006

N.Y — ছেলের বাড়িতে বসে লিখেছিলাম। আজ বৃত্তীয় পৃথিবীর সবাই মৃত্যু ভয়ে কাঁপছি যখন তখন হঠাৎ হাসপাতালের হুইল চেয়ারে বসেএই কবিতাটি মনে হলো।)