Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#থমকে ঘড়ি কলমে অঞ্জনা চক্রবর্তী 
তুমি আমি আজ দুজনে দুই পথে |নদীর ভাঙ্গনে একদিকেই পাড় ভাঙা স্রোতে সেই মত আমি টুকরো টুকরো কাচ ভাঙা দুপুরে, উদাসী চোখে---- ঘড়ি আজ থমকেসময় বড়ো ক্লান্ত , বুকে যন্ত্ৰণা যত আজ অবস…

 


#থমকে ঘড়ি 

কলমে অঞ্জনা চক্রবর্তী 


তুমি আমি আজ দুজনে দুই পথে |

নদীর ভাঙ্গনে একদিকেই পাড় ভাঙা স্রোতে 

সেই মত আমি টুকরো টুকরো কাচ ভাঙা দুপুরে, 

উদাসী চোখে---- ঘড়ি আজ থমকে

সময় বড়ো ক্লান্ত , বুকে যন্ত্ৰণা যত 

আজ অবস শরীরে একা স্মৃতির অলিন্দে | 


তুমি নিজ গতিপথে ----সময়য়ের সদ্ব্যবহার ব্যবহারে ;

কাজ কর্ম সব সঠিক নিয়ম মেনেই চলে |  

আমি শুধু বিছানাকে সঙ্গী করে বালিশে মুখ গুঁজে   

সময় কে দাঁড় করিয়ে , নিজেকে সাজানোর অপেক্ষাতে ----

ডুব সাতারে ভরা জোয়ারে সাঁতার কাটি আপনমনে 

জিওন কাঠি খুঁজতে থাকি সময়কে সময় দিয়ে |