Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম-চিরসুন্দরীকলমে-অতনু সেনগুপ্ত 07/11/20
আমি তোর কাছে রৌদ্দুর কিনে-চিনতে চেয়েছি পথ--!!আমি তোর হাতের স্নিগ্ধ পরশে,পাল্টে ফেলেছি মত।
তোর সাথে হাঁটব বলেই,কবে থেকে এক পা--!নগ্ন সময়,ক্লান্ত ঘড়ি -চলছে,চলুক গা।
তুই দু'হাত তুলে,মদ …

 

শিরোনাম-চিরসুন্দরী

কলমে-অতনু সেনগুপ্ত 

07/11/20


আমি তোর কাছে রৌদ্দুর কিনে-

চিনতে চেয়েছি পথ--!!

আমি তোর হাতের স্নিগ্ধ পরশে,

পাল্টে ফেলেছি মত।


তোর সাথে হাঁটব বলেই,

কবে থেকে এক পা--!

নগ্ন সময়,ক্লান্ত ঘড়ি -

চলছে,চলুক গা।


তুই দু'হাত তুলে,মদ দিলে

আমি ভুলে যাব সক্রেটিস,

তুই যদি পিছু ডেকে

একবার শিশ্ দিস।


সময় সময় যা বদলাক 

তুই বদলাস না,

তোর হাত ধরে ছুঁয়ে আসব

সিন্ধু নদীর গা।


তোর হাত ধরে পাহাড়ে চড়ব

রোদ নেব খালিগায়।

তোর ডাকে হাজার মাইল 

ছুটে যাব খালিপায়-‐----------


হাজার ব্যথা বিদীর্ণ করলেও

ছাড়ব না তোর হাত 

আমি দেখেছি,তোর চোখেতে

অবগুন্ঠিত জলপ্রপাত। 


নীল শার্ট,সবুজ স্কার্টে

তুই চিরসুন্দরী।

ব্যাকুল প্রাণে,তৃপ্তি জাগানো

তুই ই সুরসুন্দরী।