Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কেন?--- স্নেহাশিস পালিত ০৭-১১-২০২০
সুন্দর চলছিলো গল্পের মোড়...ঠাসা বুনন, সাংসারিক টানাপোড়েন, 'বাংলা সিরিয়াল' - এর কথা বলছি।
ছন্নছাড়া জীবনের কোলাহলে,হতাশাকাতর নায়ক গান গাইছেন -'জিনা ইঁহা, মরনা ইঁহা'... 
প্রশ্ন সেখানে…

 


#কেন?

--- স্নেহাশিস পালিত 

০৭-১১-২০২০


সুন্দর চলছিলো গল্পের মোড়...

ঠাসা বুনন, সাংসারিক টানাপোড়েন, 

'বাংলা সিরিয়াল' - এর কথা বলছি।


ছন্নছাড়া জীবনের কোলাহলে,

হতাশাকাতর নায়ক গান গাইছেন -

'জিনা ইঁহা, মরনা ইঁহা'... 


প্রশ্ন সেখানেই, বাংলা গান ছিলো না?

ছিলো না কোনো লেখক বা সুরকার?

তবে কেনো এভাবে দুধে জল ঢালা?


একচেটিয়া চলছে এই কারবার...

বাংলা ভাষাকে ভালোবাসি, বিশ্বাস করি না!

আত্মতৃপ্তি খুঁজি মাতৃদুগ্ধ ছেড়ে!


প্রডিউসার থেকে নির্দেশক -

ভুগছে আত্মবিশ্বাসের অভাবে...

নাকি কম খরচে করতে বাজিমাত! 


মধুকবির অমূল্য রতন যেখানে,

যেখানে রবি কবির চিন্তার প্রকাশ...

শরৎ, বিভূতি, বনলতার মায়ের ভাষা!


যে ভাষা স্বীকৃত অজস্র বলিদানে... 

মাধুর্যে শ্রেষ্ঠ যে ভাষায় কথা বলে -

বিপ্লব আসে রক্তে, ছন্দে, গানে।


বঞ্চিত কেনো আপামর বাঙালি? 

আত্মতৃপ্তির ন্যুনতম সন্ধানে -

কাঁকর, বালি গিলবে কেনো মুখ বুজে? 


স্থান -- সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/০৬-১১-২০২০

Copyright@Snehasis Palit