#তবুও_আসতে_চাই#ধনঞ্জয়_ঘোষাল। #তারিখ_07_11_20#বিভাগ_গদ্যকবিতা।
অনেক বেদনার গান আছে অনেক মরমের আঘাত আছে জীবনের প্রতিটি ধাপে রক্তের ছাপ ;এক একটি অধ্যায় যেন সংঘর্ষে ভরা।অন্তরের যত আশা আকাংখা চাওয়া পাওয়া গুলো বহমান বাতাসের সাথে ঘুরে ব…
#তবুও_আসতে_চাই
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_07_11_20
#বিভাগ_গদ্যকবিতা।
অনেক বেদনার গান আছে
অনেক মরমের আঘাত আছে
জীবনের প্রতিটি ধাপে রক্তের ছাপ ;
এক একটি অধ্যায় যেন সংঘর্ষে ভরা।
অন্তরের যত আশা আকাংখা
চাওয়া পাওয়া গুলো বহমান
বাতাসের সাথে ঘুরে বেড়ায় নিরন্তর।
অনেক বিষন্ন দিন ,অনেক মলিন রাত উত্তীর্ণ হয়ে গেলেও চোখের উপরে অন্ধকার , বিমূর্ত চেতনার অন্তরালে
বিভৎস রাত্রির ছায়া নেমে এসে
সব কেমন অন্ধকার করে দেয় --
আজও যে পর্ব গুলো কোনদিন
দেখা হয় নি--যখন দেখতে চাইলাম,
সেদিকে তো অন্তহীন শূন্যতা !
আজও নিবিড় প্রতীক্ষায় কেউ
বুঝি বসে আছে--অনন্তকাল
নির্জন কোন শান্ত নদীর কিনারে,
কিন্তু এমন কথা তো ছিলনা -
ছিলনা তেমনি কোন প্রত্যাশা
হয়তো জীবনে এরকমই
কখনও কখনোও ঘটে যায়
একটি শীতের সকালের মতো
শীতল সুখের অনুভূতি,রৌদ্রের উত্তাপ
আর আগুনের উত্তাপ-এই এক জীবন।
কোন একদিন মৃদু মর্মরিত জলে অবগাহন করতে চেয়ে ছিলাম আমরা
অথচ করা হয়নি,শুধু বিকাশ চেয়েছি
শুধু প্রগতি চেয়েছি--এই বিশাল
চাহিদা আর প্রযুক্তির ধাক্কায়
জীবনের ধ্রুবগতির কাছে পরাজিত
হয়ে কোনো আদিম মানবের
শরীরের ঘাম লালা,থুতু ,আর
এক রাশ ঘৃণা নিয়ে সময়ের পদতলে পড়ে আছি প্রাণহীন পাষাণের মত ।
এই সব গূঢ় প্রশ্ন প্রতিধ্বনিত হয় পৃথিবীর দেয়ালে দেয়ালে--আবার ফিরে ফিরে আসে--
কোন উত্তর নেই, কোন উত্তর হয় না,
মহাকাল কি এই সব তুমুল গূঢ় তত্বের খবর রেখেছিল না কি রেখেছে কখনো কোনোদিন!
আজ একবার বলতে ইচ্ছে করছে--
হে ! মানব হে মানবী হে পরমা প্রকৃতি
হে ! শ্যামলিমায় ভরা পৃথিবী !
এক বুক ভালোবাসা আর
এক রাশ কান্না ছাড়া তোমাকে
দেয়ার কিছু নেই--
কিছু নেই আর দেবার মতো মানবের ।
তবুও বারে বারে আসতে চাই
নিবিড় ঘাসের,মাটির,পৃথিবীতে।
উখরা : বর্ধমান :
পশ্চিম বাংলা :
ভারত।