#মেঘবালিকা #কবিতামেঘবালিকা? তুমি আমার বন্ধু হবে? সখী হবে? তোমার সাথে আমি উড়ে যাবো সেই মেঘেদের দেশে।জানো তো মেঘবালিকা, আমি না খুব একা,বন্ধু নেই, সখা নেই, নেই কোনো প্রাণের প্রিয়। মেঘবালিকা, তুমি আমায় নিয়ে যাবে সেই মেঘেদের দেশে? যেখ…
#মেঘবালিকা
#কবিতা
মেঘবালিকা? তুমি আমার বন্ধু হবে? সখী হবে? তোমার সাথে আমি উড়ে যাবো সেই মেঘেদের দেশে।
জানো তো মেঘবালিকা, আমি না খুব একা,বন্ধু নেই, সখা নেই, নেই কোনো প্রাণের প্রিয়।
মেঘবালিকা, তুমি আমায় নিয়ে যাবে সেই মেঘেদের দেশে?
যেখানে নীল সাদা মেঘগুলো উড়ে যায় ভেসে ভেসে।
পারিজাতের দল উড়ে যাবে, বলাকার দল উড়ে যাবে এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
আমি ও ভেসে যাবো মেঘেদের দেশে ,নিয়ে যাবে মেঘবালিকা?
জানো তো মেঘবালিকা, প্রতি রাতে বালিশ ভেজে চোখের জলে,
কেউ দেখে ও না, জানতেও পারে না কেউ এই মনের যে কত কষ্ট?
কেউ তো খোঁজ ও নেয় না, আমার প্রিয় ও আর আমার খবর রাখে না।
হয় না কোনো বাক্যালাপ,হয় না কোনো প্রাণের কথা।
আমি আজ খুব একা মেঘবালিকা।
নিয়ে চলো আমায় মেঘবালিকা তোমার সাথে, মেঘেদের দেশে, তারাদের দেশে, পরীদের দেশে।
সেখানে থাকবে না ঝগড়া, থাকবে না কোনো মান অভিমান,
থাকবো শুধু তুমি আমি আর আমাদের নীল সাদা মেঘের দেশ।
✍️পিউ হালদার আশ
০৭/১১/২০২০