শেষ হলো ভাগ্যের গতি গৌতম সোম 08/11/2020
আলোহীন মেঘলা আকাশে সৌরভহারা পরাগনষ্টকারী স্নিগ্ধ বাতাসে, হৃদয় ভাঙা পাপের দুর্ভেদ্য ভালোবাসায় অপ্রত্যাশিত সুখের অবিরাম আশ্বাসে,…
শেষ হলো ভাগ্যের গতি
গৌতম সোম 08/11/2020
আলোহীন মেঘলা আকাশে
সৌরভহারা পরাগনষ্টকারী স্নিগ্ধ বাতাসে,
হৃদয় ভাঙা পাপের দুর্ভেদ্য ভালোবাসায়
অপ্রত্যাশিত সুখের অবিরাম আশ্বাসে,
অভুক্ত চোখ আর কম্পিত স্বরের যান্ত্রিক নিজস্বতায়
শ্রবনে আসা ফাগুন ধ্বংসকারী অবক্ষয়ী আহ্বান,
মানবিক প্রগতির ব্যর্থ কবিতায়
মিথ্যায় ভেঙে পরা আদর্শের শুন্যতায়
আজ চৈতন্যের অধিকার হতাশায় বহমান,
জ্বলতে থাকা একাকীত্বের সুখবাদী আমিত্ব
নীতিবোধের শোকসমুদ্রে আত্মসুখে বিসর্জিত,
নিদ্রার অনশনে সন্ধ্যার আগমনে
নিঃসঙ্গ বণ্যতার আকস্মিক আস্ফালনে
বিধ্বস্ত সবুজমন উৎ-ত্রাসে শুভচিন্তন,
জীবন-যৌবনও অনিশ্চিত অরক্ষিত,
আদর্শের পথে মুক্তির রথে
নিঝুম আঁধারের জ্যোৎস্নাহীন রাতে
বেহিসেবি ভালোবাসার কৃত্তিম হাতছানিতে
মৃত্যুর টানে কবরের আলিঙ্গনে
অবশেষে উপস্থিত সেই স্বপ্নময় নিয়তি,
শেষ হলো বেঁচে থাকবার অধিকার,
শেষ হলো সুখদুঃখের পুনর্দখলে আত্মতৃপ্তির স্বাধিকার
শেষ হলো স্বার্থপরের মাদুলিপড়া ভাগ্যের গতি l
( shome***@)