#কবিতা-#ঘুন_ধরেছে_মানবতায়#কলমে-রনিতা মল্লিক#তারিখ-০৮/১১/২০
ঘুন ধরেছে মানবতায়- হিংসার জয়ধ্বনি,বিষাক্ত বারুদে ছড়িয়ে গেছে- দূরে মৃত্যুর ডাক শুনি।
লোভের পারদ বাড়ছে ক্রমে- ডানা ঝাপটায় প্রাণ, নগ্ন হিংস্রতা নিচ্ছে শুষে- শুদ্ধ রক্তে…
#কবিতা-#ঘুন_ধরেছে_মানবতায়
#কলমে-রনিতা মল্লিক
#তারিখ-০৮/১১/২০
ঘুন ধরেছে মানবতায়-
হিংসার জয়ধ্বনি,
বিষাক্ত বারুদে ছড়িয়ে গেছে-
দূরে মৃত্যুর ডাক শুনি।
লোভের পারদ বাড়ছে ক্রমে-
ডানা ঝাপটায় প্রাণ,
নগ্ন হিংস্রতা নিচ্ছে শুষে-
শুদ্ধ রক্তের আসমান।
পৃথিবীও আজ উন্মত্ত-
পাপ পেঁচিয়ে ধরেছে গলা,
তার কক্ষপথেতে আগুন জ্বেলেছে-
এবার বন্ধ হবে অসৎ খেলা।
কালের নিয়তি আসছে ছুটে-
ছড়িয়ে পড়বে হাহাকার,
সত্য এভাবে দগ্ধে মরলে-
নামবে আলোর চোখে অন্ধকার।