Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কলমে - পবিত্র প্রসাদ গুহবিভাগ - গদ্যকবিতাশিরোনাম - ঝরা ফুল০৮/১১/২০২০
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●                       ঝরা ফুল●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
ঝরা ফুল তুমি যেও না ঝরেলুটিওনা তোমার মনলোভা পাপড়িরে -এই ধূলি পরে ।যেন না হারায় …


 কলমে - পবিত্র প্রসাদ গুহ

বিভাগ - গদ্যকবিতা

শিরোনাম - ঝরা ফুল

০৮/১১/২০২০


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

                       ঝরা ফুল

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


ঝরা ফুল তুমি যেও না ঝরে

লুটিওনা তোমার মনলোভা পাপড়িরে -

এই ধূলি পরে ।

যেন না হারায় তোমার স্নিগ্ধতা,

তোমার হাসিমাখা আকন্ঠ বিলাসী চাহনী,

নিষ্পাপ মনমোহিনী পবিত্রতা,

মন ভালো করা আদূরে মুখখানি ।

তোমার প্রেমস্নাত সুগন্ধী হৃদে দেয় দোলা,

ডেকে আনে অকাল বসন্ত।

চাই যে আমি তোমাতে বিলীন হতে,

তোমাতে হারিয়ে একাত্বে, আনমনে।

যেও না ঝরে তুমি আজ

থেকো আরো কটা দিন -

আমায় দিও গো সুযোগ,

আমিও ফুল হয়ে ঝরে পড়তে চাই

তোমার সনে

এ ধরনী তলে, ধরণীর ধূলি পরে,

তোমার সৌরভের আবেশে।


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

চিন্তনে, পবিত্র প্রসাদ গুহ

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●