Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#আমি নারী
আমি নারী,আমি বিদ্রোহিণী।বিদ্রোহ আমার মনে, বিদ্রোহ আমার শরীরেবিদ্রোহ আমার ঘরে বিদ্রোহ আমার বাইরে।যুগযুগান্ত ধরে ঘরে বাইরে নিজেকেশুদ্ধতার কষ্টিপাথরে পরীক্ষায় বসাতে হয়েছে।আমিই রামায়ণের সীতা,যার পবিত্রতা যাচাই করার নামেনিক্ষ…

 


#আমি নারী


আমি নারী,

আমি বিদ্রোহিণী।

বিদ্রোহ আমার মনে, বিদ্রোহ আমার শরীরে

বিদ্রোহ আমার ঘরে বিদ্রোহ আমার বাইরে।

যুগযুগান্ত ধরে ঘরে বাইরে নিজেকে

শুদ্ধতার কষ্টিপাথরে পরীক্ষায় বসাতে হয়েছে।

আমিই রামায়ণের সীতা,

যার পবিত্রতা যাচাই করার নামে

নিক্ষেপ করেছিলে অগ্নিকুন্ডে।

সমাজ সংসারের দোহাই দিয়ে, আসলে

নিজেদের চেয়েছিলে বাঁচাতে।

আমিই পঞ্চস্বামীর দ্রৌপদী,

নির্বিবাদে মেনে নিতে পারিনি 

কৌরবের রাজসভায় নারীত্বের অপমান,

ধিক্কারে ধিক্কারে জর্জরিত করেছিলাম

নারীকে পণ‍্য হিসাবে ব‍্যবহার করেছিলে বলে।

গার্গী,মৈত্রেয়ী,অপালা,লোপামুদ্রা

বেদে নারীর অধিকার আদায় করতে

পুরুষের রক্তচক্ষুর সামনে

জেগেছিল নারীর বিদ্রোহিণী সত্বা।

আমি কিছুই ভুলিনি।

নারীকে জয় করতে দুপায়ে তার শৃঙ্খল পরিয়ে

সুখী গৃহকোণ রচনা করেছ।

সেই আমি আজ ও একই ভাবে সমাজে ,সংসারে

নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে

বিদ্রোহ ঘোষণা করেছি বারে বারে,

জনতার দরবারে।


#সংগীতা ইয়াসমিন

তমলুক,12/11/2020