Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

❣️দয়া ও মায়া❣️❣️দয়া এসে বলে "ভায়া, তুমি কিছু দাওআমি তো উজাড় করি যখনই যা চাও l"মায়া বলে "আমি চাই জাগাতে তোমাকেনইলে যে বেঁধে রাখো, খনিতে সোনাকে lচেতনায় জেগে আমি তোমাকে যখনদাও দাও বলে ডাকি, বোঝো তো তখন lমনে মনে ভাবো ব…

 


❣️দয়া ও মায়া

❣️

❣️

দয়া এসে বলে "ভায়া, তুমি কিছু দাও

আমি তো উজাড় করি যখনই যা চাও l"

মায়া বলে "আমি চাই জাগাতে তোমাকে

নইলে যে বেঁধে রাখো, খনিতে সোনাকে l

চেতনায় জেগে আমি তোমাকে যখন

দাও দাও বলে ডাকি, বোঝো তো তখন l

মনে মনে ভাবো বুঝি সে ডাক তোমার ?

তুমি "দয়া" সংসারে, আমি "চেতনার l

কাকে কত দিতে হবে সেই চিন্তায়

মন থাকে বিচারের দাঁড়িপাল্লায় l"


দয়া বলে "আমি দিই যাঁর যা অভাব

তুমি মায়া বড় বেশি অলীক স্বভাব l

আমি যে দু-হাত ভরে ছুটি "দয়া" নামে 

তুমি তো মায়াবী রূপে, মিছে সংগ্রামে !"


মায়া বলে "ঠিক আছে পরীক্ষা হোক

কানমলা খেও তবে বারে যদি শোক l"


মায়া বলে "কাঁধে তোলো সহস্র  সোনা

ডাকো সব দীনহীনে করো অভ্যর্থনা l"

দয়া বলে "বেশ, তবে চলো পাশাপাশি 

গরিবের হাতে সোনা দেবো রাশি রাশি "


পথের প্রান্তে এসে দ্যাখে চাষীগণ

শুকনো ধুলোয় ঘাসে নিয়েছে শয়ন l

দয়া ভাবে--বড় ব্যথা এঁদের জীবনে !

সোনা তবে দিই ঢেলে অভাবী চরণে l

এক এক করে সোনা দিয়ে দেয় সব

চাষীরা ছুটেছে নিয়ে যত সম্ভব l

গ্রাম থেকে গ্রামে গেলো মুহূর্তে খবর

আসল দরিদ্র যত এলো পর পর

দয়া ভাবে  "এঁরা কারা কোত্থেকে এলো ?

শীর্ণ শান্ত যেন অনাহারে ছিল !"

পরনে কাপড় ক্ষীণ, শীর্ণ দু-হাত,

দয়ার সামনে যেন জলপ্রপাত l

দয়া ডাকে এই বার "মায়া ওরে আয়

হয়েছি শূণ্য আজ এখন উপায় ? "

মায়া এসে নিয়ে যায় চেতনার ঘরে

বলে "ওরে দয়া,থাক মায়া সংসারে l"


                               ©জয় ভট্টাচাৰ্য ✍️