Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

জানো তো সবই, তবুও সংশয়?                 প্রদীপ সেন          আগরতলা, ২০/১১/২০
সূর্যটা ঢলছে, একটু পরেই নামবে আঁধার।তুমি তাই সংশয়ান্বিত? কী আশ্চর্য! রাতটা যতোই দীর্ঘ হোক, হোকনা, নিশাবসানে সূর্যটা আবারও মারবে উঁকি পূবাকাশে।জানো তো সবই…

 


জানো তো সবই, তবুও সংশয়?

                 প্রদীপ সেন 

         আগরতলা, ২০/১১/২০


সূর্যটা ঢলছে, একটু পরেই নামবে আঁধার।

তুমি তাই সংশয়ান্বিত? 

কী আশ্চর্য! রাতটা যতোই দীর্ঘ হোক, হোকনা, 

নিশাবসানে সূর্যটা আবারও মারবে উঁকি পূবাকাশে।

জানো তো সবই, তবুও সংশয় ?


এই যে দারুণ শীত, জবুথবু জনে জনে

কী ভাবো? চিরস্থায়ী আধিপত্য থাকবে শীতের? 

ঋতু চক্রের দোলাচলে একদিন চলে যাবে শীত

এলে শীত বুঝে নাও বসন্ত কড়া নাড়ছে। 

জানো তো সবই, তবুও সংশয়?


যেদিন মেলেছো চোখ, জীবনকে বেসেছো ভালো

আসক্তি নাছোড়বান্দা হয়ে বেঁধেছে আষ্টেপৃষ্ঠে 

ভেবেই নিয়েছো পেয়ে গেছো চিরস্থায়ী বন্দোবস্ত। 

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে শুনেছি। 

জানো তো সবই, তবুও সংশয়?