Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।। ভোরের সংলাপ।।।। সুনির্মল বসু।।
রাত্রির শেষ যামে ঘুম ভেঙে গেলে আমার জানালার ওপারে দীর্ঘ নারকেল গাছের পেছনে দেখি, ক্লান্ত হেলে পড়া চাঁদ, বাতাসে হিমের পরশ, গাছের পাতায় শিশির পতনের শব্দ, ভোরের কুয়াশার অলৌকিক মহিমা,ভোর রাতের চাঁদ…

 


।। ভোরের সংলাপ।।

।। সুনির্মল বসু।।


রাত্রির শেষ যামে ঘুম ভেঙে গেলে আমার জানালার ওপারে দীর্ঘ নারকেল গাছের পেছনে দেখি, ক্লান্ত হেলে পড়া চাঁদ, বাতাসে হিমের পরশ, গাছের পাতায় শিশির পতনের শব্দ, ভোরের কুয়াশার অলৌকিক মহিমা,

ভোর রাতের চাঁদ এমন গল্প শোনায়, জানা ছিল না,

জানা ছিল না, শেষ রাতে চাঁদের কাছে অতীতের কত স্মৃতি ধরা থাকে,

দূরে তারাদের দেশে প্রিয় মানুষ আছে,

আমি স্তব্ধ রাতের নীরবতায় প্রিয় মানুষদের সঙ্গে অস্ফূটে কত কথা বলি, যারা চলে গেছে, ভোররাতে তাঁরা আমার কাছে স্মৃতির গল্প বলতে আসে,

শীতল দীঘি, মায়াবী নদী, স্বপ্নময় নীল সমুদ্র চুপ করে চেয়ে দ্যাখে, গভীর রাতে স্মৃতিরা আমাকে ঘিরে ধরে, আমি হাঁটি, নিরন্তর হেঁটে যাই,

চিরকাল পিছনে হাঁটা আমার অভ্যেস,

ধানক্ষেতের ওপারে সবুজের ছায়ায় কারা যেন ধীরে ধীরে হেঁটে যায়,

চোখে জল আসে, জিজ্ঞাসা করি, আমাকে একলা ফেলে তোমরা কোথায় গেলে,

উত্তর আসে, যাওয়া আসাই এই জীবন,

তবে কেন এত মায়াটান,

কে যেন বলে, এইতো জীবনেরই নিত্য দিনের গান,

ভোরের পাখি ডাকে, দিগন্তরেখা ফর্সা হয়, গাছে গাছে ফুল ফোটে, ভোরের শিশির আর কুয়াশার অনুষঙ্গে পাপড়ি মেলে ফুল,

পেছনে গিয়ে দেখি, রেখে এসেছি কত অনুপম ভুল,

ক্লান্ত চাঁদ দিগন্ত রেখায় হারিয়ে গেলে, মনে হয়,

জীবনের কত মূল্যবান স্মৃতি পেছনে ফেলে এলাম,

ব্রাহ্ম-মুহূর্তে ঋষি কণ্ঠে উচ্চারিত হয় ঐশ্বরিক বাণী,

দিগন্তে তরুণ সূর্যের আলো এসে পড়ে,

জীবন-মৃত্যুর সীমানা ছাড়িয়ে, অজস্র স্মৃতির মহাভারত পেছনে রেখে, প্রজাপতির ডানায় এসে পড়ে রোদ্দুর, সুখের পৃথিবী আর কতদূর,

রাতের স্মৃতি দিনের আলোয় বেঁচে থাকে, রাতের কথাগুলো প্রথমে কবিতা হয়, কবিতাগুলো আবার গান হয় অনুক্ষণ মনের মধ্যে অনুরণন তুলে যায়,

প্রকৃতির নীরবতা, বাতাসের গান, আকাশের সুর, অরণ্য পাখির ডানা ঝাপটানো, বাবলা বনে হাওয়ার দোল, দীঘির জলে সুপারি বনের ছায়া পড়ে, তাল বনে কি মধ্যরাতে কেউ হাঁটে, বিলের জলে মাছেরা জলকেলি করে, দূর থেকে আজানের ধ্বনি শোনা যায়, মহাকালের মন্দিরে শোনা যায়, জয় শিব শম্ভু,


রাত্রিশেষে চাঁদের ম্লান আলো কেন যে স্মৃতিতে ফিরে ফিরে আসে, অবশ্য এভাবেই মানুষ প্রতিদিন আশা-ভরসায় বাঁচে।