Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

_____________________________
অবর্ণনীয় জীবনমিঠুন মণ্ডল২০/১১/২০**********************ধ্বংসের স্তূপে দাঁড়িয়েআমি দেখেছি কিছু মানুষের মুখ,বিবর্ণ চেহারা, ক্লান্ত চাহনি;যেন অসীমের মাঝে খুঁজে চলেছেকিছু না পাওয়া মুহূর্তের অবলুপ্ত ইতিহ…

 


_____________________________


অবর্ণনীয় জীবন

মিঠুন মণ্ডল

২০/১১/২০

**********************

ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে

আমি দেখেছি কিছু মানুষের মুখ,

বিবর্ণ চেহারা, ক্লান্ত চাহনি;

যেন অসীমের মাঝে খুঁজে চলেছে

কিছু না পাওয়া মুহূর্তের অবলুপ্ত ইতিহাস।

জলন্ত লাভায় বিন্দু বিন্দু জলকণায়

নেভাতে চেয়েছে মনের যন্ত্রণা,

তবুও হাল ছেড়ে ফিরে যাওয়ার

 ইচ্ছা জাগেনি মনে;

অসহায় বুকে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে 

লালন করে চলেছে নীরবে।

ঠুনকো সম্পর্কের বেড়াজালে

এঁকে দিয়েছে দাম্ভিক জীবনের,

অসমাপ্ত সময়ের লেখচিত্র।

রাঙা মাটির সবুজ ধরায়,

লিখে গেছে তাদের অবর্ণনীয় জীবনের

জ্বালাময়ী কিছু সংলাপ;

নিত্যান্ত অবহেলা আর শোষনের সংমিশ্রণে

গড়ে তুলেছে রক্ত মাংসের পাণ্ডুলিপি।

উপেক্ষা গুলোকে শানিত হাতিয়ার করে

অপেক্ষায় থেকেছে আগামীর প্রত্যাশায়,

স্বপ্ন গুলোকে শাশ্বত রেখেছে

নিত্যদিনের অভুক্ত পেটের

কঙ্কালসার শরীরের শিরা উপশিরায়।

তবুও জীবন নামক গাড়ির চাকা

আটকে রাখেনি পঙ্কিলতার কদর্য প্রতিবন্ধকতায়।

__________________