Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সূর্য ডোবে গঙ্গার ওপরে____________________আউটরাম ঘাটে আমরা দুজনেআড়ির আঙ্গুলে আঙ্গুল লাগিয়েশেষ বারের মতন পায়ে পায়ে হাঁটাতার পর চির দিনের জন্য একা।
যেতে নাহি দেব সূর্য ডোবার ক্ষনেসূর্য ডোবে রামকৃষ্ণ পুর ঘাটেলাল আবির তখন ছড়ানো ক…

 


সূর্য ডোবে গঙ্গার ওপরে

____________________

আউটরাম ঘাটে আমরা দুজনে

আড়ির আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে

শেষ বারের মতন পায়ে পায়ে হাঁটা

তার পর চির দিনের জন্য একা।


যেতে নাহি দেব সূর্য ডোবার ক্ষনে

সূর্য ডোবে রামকৃষ্ণ পুর ঘাটে

লাল আবির তখন ছড়ানো 

কিশোরির শিহরণ নিয়ে চোখে।


একটা দুটো তারার প্রকাশে

উর্দ্ধ আকাশে তারা খসা

হেমন্তের মৃদু হাওয়া ভাসা

নৌকার লন্ঠনের আলোতে

ভাটার নদীর গতিহীন চলা।


উরন্ত চুলে মুখ ঢাকে প্রায়

দুই হাতে সরিয়ে নিপুনতায়

শেষ স্পর্শর আস্বাদন নিয়ে।


সূর্য ডুবেছিলো কালের ওপরে

আমাকে একলা এপারে রেখে।